Coronavirus Fourth Wave: চারদিকে লোকারণ্য! একাই মাস্ক পরছেন? পদে পদে প্রাণের ভয়, সংক্রমণের বিরাট ঝুঁকি?

Last Updated:
Coronavirus Fourth Wave: আশে-পাশের কেউ মাস্ক পরছেন না। সে-ক্ষেত্রে একতরফা মাস্ক পরা খুব বেশি কার্যকর না-ও হতে পারে।
1/12
#নয়াদিল্লি: টানা দু’বছর ধরে করোনার তাণ্ডবের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে করোনা কিন্তু এখনও পুরোপুরি বিদায় নেয়নি। আজকাল কোভিড-১৯ (Covid-19)-এর সংক্রমণও হচ্ছে মৃদু এবং আক্রান্ত হলেও রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: টানা দু’বছর ধরে করোনার তাণ্ডবের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে করোনা কিন্তু এখনও পুরোপুরি বিদায় নেয়নি। আজকাল কোভিড-১৯ (Covid-19)-এর সংক্রমণও হচ্ছে মৃদু এবং আক্রান্ত হলেও রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রতীকী ছবি ৷
advertisement
2/12
ফলে মাস্ক পরা বন্ধ করে দিয়েছে অধিকাংশ মানুষই। শুধু তা-ই নয়, বর্তমানে বিভিন্ন দেশে এমনকী ভারতের একাধিক জায়গাতেও মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং মাস্ক না-পরলে আর কোনও জরিমানাও করা হচ্ছে না। প্রতীকী ছবি ৷
ফলে মাস্ক পরা বন্ধ করে দিয়েছে অধিকাংশ মানুষই। শুধু তা-ই নয়, বর্তমানে বিভিন্ন দেশে এমনকী ভারতের একাধিক জায়গাতেও মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং মাস্ক না-পরলে আর কোনও জরিমানাও করা হচ্ছে না। প্রতীকী ছবি ৷
advertisement
3/12
যদিও আবার অনেকেই বাইরে বেরোলে কিংবা জনবহুল জায়গায় গেলে এখনও মাস্ক পরার ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাই বিশেষজ্ঞদের মতে, এটি হল ‘একতরফা মাস্কিং’ (One-way Masking)। প্রতীকী ছবি ৷
যদিও আবার অনেকেই বাইরে বেরোলে কিংবা জনবহুল জায়গায় গেলে এখনও মাস্ক পরার ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাই বিশেষজ্ঞদের মতে, এটি হল ‘একতরফা মাস্কিং’ (One-way Masking)। প্রতীকী ছবি ৷
advertisement
4/12
যার অর্থ হচ্ছে, শিথিল বিধিনিষেধ সত্ত্বেও যেখানে আশে-পাশের মানুষজন মাস্ক পরছেন না, সেখানে কোনও এক জন ব্যক্তি একাই মাস্ক ব্যবহার করছেন। প্রতীকী ছবি ৷
যার অর্থ হচ্ছে, শিথিল বিধিনিষেধ সত্ত্বেও যেখানে আশে-পাশের মানুষজন মাস্ক পরছেন না, সেখানে কোনও এক জন ব্যক্তি একাই মাস্ক ব্যবহার করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
5/12
একতরফা বা একমুখী মাস্কিং কতটা কার্যকরী?  ধরা যাক, আশে-পাশের কেউ মাস্ক পরছেন না। সে-ক্ষেত্রে একতরফা মাস্ক পরা খুব বেশি কার্যকর না-ও হতে পারে। তবে একতরফা মাস্কিংয়ের কিছুটা হলেও উপকার রয়েছে। প্রতীকী ছবি ৷
একতরফা বা একমুখী মাস্কিং কতটা কার্যকরী? ধরা যাক, আশে-পাশের কেউ মাস্ক পরছেন না। সে-ক্ষেত্রে একতরফা মাস্ক পরা খুব বেশি কার্যকর না-ও হতে পারে। তবে একতরফা মাস্কিংয়ের কিছুটা হলেও উপকার রয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
6/12
কারণ ফেস মাস্ক সমস্ত অ্যারোসল ড্রপলেট ফিল্টার করতে সাহায্য করে এবং আশপাশের মানুষজনের নিঃশ্বাস থেকে নির্গত কণাগুলিকে আটকে দিতে পারে। তাই ভালো মানের এমন মাস্ক ব্যবহার করতে হবে, যা সমস্ত সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। প্রতীকী ছবি ৷
কারণ ফেস মাস্ক সমস্ত অ্যারোসল ড্রপলেট ফিল্টার করতে সাহায্য করে এবং আশপাশের মানুষজনের নিঃশ্বাস থেকে নির্গত কণাগুলিকে আটকে দিতে পারে। তাই ভালো মানের এমন মাস্ক ব্যবহার করতে হবে, যা সমস্ত সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
7/12
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অনেকেই নিয়মিত আরামদায়ক এবং উপযুক্ত মাস্ক পরার অভ্যেস এখনও ত্যাগ করেননি। আর যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের কোভিড-১৯ হওয়ার সম্ভাবনা এই মাস্ক ব্যবহারকারীদের তুলনায় বেশি। প্রতীকী ছবি ৷
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অনেকেই নিয়মিত আরামদায়ক এবং উপযুক্ত মাস্ক পরার অভ্যেস এখনও ত্যাগ করেননি। আর যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের কোভিড-১৯ হওয়ার সম্ভাবনা এই মাস্ক ব্যবহারকারীদের তুলনায় বেশি। প্রতীকী ছবি ৷
advertisement
8/12
কোন মাস্ক ব্যবহার করা উচিত?  মাস্কের ধরনের উপরেও একতরফা মাস্ক পরার কার্যকারিতা নির্ভর করে। গবেষণায় দেখা গিয়েছে যে, কাপড় কিংবা সার্জিক্যাল মাস্কের তুলনায় বেশ আঁটাসোটো এন৯৫ কিংবা কেএন৯৫ মাস্ক বেশি কার্যকর। প্রতীকী ছবি ৷
কোন মাস্ক ব্যবহার করা উচিত? মাস্কের ধরনের উপরেও একতরফা মাস্ক পরার কার্যকারিতা নির্ভর করে। গবেষণায় দেখা গিয়েছে যে, কাপড় কিংবা সার্জিক্যাল মাস্কের তুলনায় বেশ আঁটাসোটো এন৯৫ কিংবা কেএন৯৫ মাস্ক বেশি কার্যকর। প্রতীকী ছবি ৷
advertisement
9/12
এমনকী যদি আশে-পাশের কেউ মাস্ক না-পরেন, সেখানে এক জন এন৯৫ কিংবা কেএন৯৫ পরে থাকলে তিনি কোভিড ভাইরাসের হাত থেকে রক্ষা পাবেন। তবে কোনও মাস্ক ব্যবহার না-করার থেকে যে কোনও ধরনের মাস্ক পরাই ভালো। প্রতীকী ছবি ৷
এমনকী যদি আশে-পাশের কেউ মাস্ক না-পরেন, সেখানে এক জন এন৯৫ কিংবা কেএন৯৫ পরে থাকলে তিনি কোভিড ভাইরাসের হাত থেকে রক্ষা পাবেন। তবে কোনও মাস্ক ব্যবহার না-করার থেকে যে কোনও ধরনের মাস্ক পরাই ভালো। প্রতীকী ছবি ৷
advertisement
10/12
আজকের দিনে মাস্ক পরার উপকারিতা:  কোভিড-১৯ প্রতিরোধ করার পাশাপাশি মাস্ক অন্যান্য ভাইরাসঘটিত শ্বাসযন্ত্রের কোনও অসুখ যেমন– ফ্লু কিংবা সাধারণ সর্দি-কাশিও প্রতিরোধ করতে সক্ষম। পাশাপাশি দেখা যায়, বায়ু দূষণের কারণেও শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আর সে-ক্ষেত্রেও মাস্কই হচ্ছে রক্ষাকবচ। প্রতীকী ছবি ৷
আজকের দিনে মাস্ক পরার উপকারিতা: কোভিড-১৯ প্রতিরোধ করার পাশাপাশি মাস্ক অন্যান্য ভাইরাসঘটিত শ্বাসযন্ত্রের কোনও অসুখ যেমন– ফ্লু কিংবা সাধারণ সর্দি-কাশিও প্রতিরোধ করতে সক্ষম। পাশাপাশি দেখা যায়, বায়ু দূষণের কারণেও শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আর সে-ক্ষেত্রেও মাস্কই হচ্ছে রক্ষাকবচ। প্রতীকী ছবি ৷
advertisement
11/12
কোভিড-১৯ প্রতিরোধের অন্যান্য উপায় কী?  কোভিড-১৯ সংক্রমণ বিভিন্ন জায়গায় ফের বাড়ছে। আর ওমিক্রন খুবই সংক্রামক হওয়ায় শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ফেস মাস্ক পরা এই সংক্রমণ প্রতিরোধ করার সবথেকে ভালো উপায়। প্রতীকী ছবি ৷
কোভিড-১৯ প্রতিরোধের অন্যান্য উপায় কী? কোভিড-১৯ সংক্রমণ বিভিন্ন জায়গায় ফের বাড়ছে। আর ওমিক্রন খুবই সংক্রামক হওয়ায় শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ফেস মাস্ক পরা এই সংক্রমণ প্রতিরোধ করার সবথেকে ভালো উপায়। প্রতীকী ছবি ৷
advertisement
12/12
একই ঘরের মধ্যে একসঙ্গে জমায়েত করা কিংবা জনবহুল জায়গা বা ভিড়ে যাওয়া এড়িয়ে চলতে হবে। শুধু তা-ই নয়, সাধারণ সর্দি-কাশির মতো লক্ষণ দেখা দিলেও পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি বুস্টার ডোজের সময় হয়ে এলে তা দ্রুত নিয়ে নেওয়া উচিত। প্রতীকী ছবি ৷
একই ঘরের মধ্যে একসঙ্গে জমায়েত করা কিংবা জনবহুল জায়গা বা ভিড়ে যাওয়া এড়িয়ে চলতে হবে। শুধু তা-ই নয়, সাধারণ সর্দি-কাশির মতো লক্ষণ দেখা দিলেও পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি বুস্টার ডোজের সময় হয়ে এলে তা দ্রুত নিয়ে নেওয়া উচিত। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement