Covid 19 vs NIPAH Virus: করোনা আর নিপার মধ্যে কোন ভাইরাস সংক্রমণ হারে বেশি ছোঁয়াচে? কোনটায় মৃত্যুহার বেশি? জেনে নিন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Covid 19 vs NIPAH Virus:নিপার ক্ষেত্রে বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় অধিকাংশ ক্ষেত্রে৷ কোভিডের ক্ষেত্রে আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে তীব্র ভাবে৷ চিন থেকে ছড়ানো কোভিডের ক্ষেত্রেও বাদুড়ের নাম উঠলেও মান্যতার শিলমোর পায়নি।
কোভিড ১৯ মহামারির আতঙ্ক আমাদের মনে এখনও অমলিন৷ তার মাঝেই হাজির নিপা ত্রাস৷ ফলে উস্কে গিয়েছে করোনাকালের স্মৃতি৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন দুই ভাইরাসের মধ্যে কোনটা বেশি সংক্রামক, ভয়ঙ্কর এবং ঘাতক৷ কোভিড ১৯-এর করোনাভাইরাস এবং নিপা-র প্যারামাক্সোভাইরাস বা হেনিপাভাইরাস দুটোই আরএনএ (RNA virus) গোত্রের৷
advertisement
নিপা ভাইরাস zoonotic infection৷ অর্থাৎ পশু প্রাণী (মূলত বাদুড়, Fruit Bat or Flying Fox) থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এই ভাইরাস৷ ১৯৯৯ সালে এই ভাইরাস প্রথম চিহ্নিত হয়৷ মালয়েশিয়ার শুঙ্গাই নিপা গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব প্রথম জানা যায়৷ ফলে ভাইরাসের নামকরণ হয় ওই গ্রামের নামেই৷ তবে এখনও পর্যন্ত জানা যায়নি SARS COV-2 প্রথম কোথায়, কীভাবে ছড়িয়ে পড়েছিল৷ চিনের ইউহান প্রদেশের একটি সামুদ্রিক প্রাণী বিক্রির বাজার (Wuhan Huanan Seafood Wholesale Market) থেকে প্রথম সংক্রমিত হয় ভাইরাস৷
advertisement
নিপার ক্ষেত্রে বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় অধিকাংশ ক্ষেত্রে৷ কোভিডের ক্ষেত্রে আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে তীব্র ভাবে৷ চিন থেকে ছড়ানো কোভিডের ক্ষেত্রেও বাদুড়ের নাম উঠলেও মান্যতার শিলমোর পায়নি। তবে সে ক্ষেত্রে সংক্রমণ মূলত ঘটেছিল মানুষ থেকে মানুষে। হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া ‘ড্রপলেট’ কোভিডের ক্ষেত্রে ছিল মারাত্মক। নিপা ভাইরাসের সংক্রমণে ‘বডি ফ্লুইড’-এর কথা উঠে এসেছে গবেষণায়। বলছেন এপিডেমিওলজিস্ট ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া৷
advertisement
কোভিডের ক্ষেত্রে টিকা থাকলেও নিপা ভাইরাসের কোনও টিকা এখনও আবিষ্কৃত হয়নি। দু’টির ক্ষেত্রেই আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা এবং পরীক্ষা করানো জরুরি। সংক্রমণের তীব্রতায় করোনা ভাইরাস এগিয়ে নিপা-র তুলনায়৷ অর্থাৎ এই ভাইরাস বেশি ছোঁয়াচে এবং সংক্রমণ অত্যন্ত বেশি৷ নিপা কম সংক্রামক হলেও মৃত্যুহার বেশি৷ নিপা ভাইরাসে মৃত্যুহার ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত৷
advertisement
সংক্রমণের হার বেশি বলে এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে কোভিড৷ বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মহামারি হয়ে উঠতে সময় লাগেনি৷ পাশাপাশি, নিপা-র সংক্রমণ স্থানীয় ছোট অংশে সীমাবদ্ধ থেকেছে এখনও পর্যন্ত৷ কোভিড ১৯-এ আক্রান্তের উপসর্গ অনেকটাই ইনফ্লুয়েঞ্জার মতো৷ প্রাথমিক পর্যায়ে জ্বর, গা-হাত-পা ব্যথা, মাথাব্যথা হল উপসর্গ৷ পরবর্তী পর্যায়ে বাড়তে পারে জটিলতা৷ অনেক সময় কোনও লক্ষণই ধরা পড়ে না৷
advertisement









