Coriander Leaves: রান্নায় কিংবা স্যালাডে দিয়ে নয়, এইভাবে ধনেপাতা খেলেই কমবে ওজন!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ধনেপাতার গুণ কি শুধু রান্নায় স্বাদ বাড়নোতেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধনেপাতা সঠিক ভাবে খেলে বাড়তি ওজন বিদায় নেবে।
শীতকাল এলেই যে একটি পাতা রান্নাঘরে সকলের আগে জায়গা করে নেয়, তার নাম ধনে পাতা। এমনিতে সারাবছর কমবেশি খাওয়া হলেও শীতকালে অনেকখানি বেড়ে যায় কদর। কারণ এই সময় বাজারে অঢেল পাওয়া যায় টাটকা সবুজ ধনেপাতা। কিন্তু ধনেপাতার গুণ কি শুধু রান্নায় স্বাদ বাড়নোতেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধনেপাতা সঠিক ভাবে খেলে বাড়তি ওজন বিদায় নেবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement