রান্নাবান্না নিয়ে এই পাঁচ ভুল ধারণা আপনার নেই তো? এগুলো বিশ্বাস করলেই কিন্তু ঠকতে হবে!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সব কিছুর মতো রান্নাবান্না নিয়েও আছে বহু মিথ। এর মধ্যে কয়েকটা মিথ তো রীতিমতো সযত্নে লালন করা হয়। কিন্তু আদৌ এর কোনও সত্যতা নেই।
মিথ! অর্থাৎ প্রচলিত কথা। যা বছরের পর বছর ধরে ডালপালা বিস্তার করতে থাকে। আর একটা সময় সেটাই সত্যিও হয়ে দাঁড়ায়। মিথ আর জীবন মিলেমিশে একেবারে একাকার। সব কিছুর মতো রান্নাবান্না নিয়েও আছে বহু মিথ। এর মধ্যে কয়েকটা মিথ তো রীতিমতো সযত্নে লালন করা হয়। কিন্তু আদৌ এর কোনও সত্যতা নেই। এখানে তেমনই কয়েকটা মিথের পর্দাফাঁস করা হল।
advertisement
মাইক্রোওয়েভে খাবারের পুষ্টিগুণ কমে যায়: মাইক্রোওয়েভ কাজের জিনিস। বেক করা বা খাবার গরম করতে এর জুড়ি মেলা ভার। এটাকেই অনেকে সন্দেহের চোখে দেখেন। এত নিখুঁত কাজ হয়, নিশ্চয়ই কোনও ব্যাপার আছে! এখান থেকেই তৈরি হয় মিথ। এতে রান্না করলে নাকি পুষ্টিগুণ কমে যায়। এতে খাবার গ্যাসের চেয়ে কম সময়ের জন্য তাপের সংস্পর্শে আসছে। তাই খাবারের গুরুত্বপূর্ণ পুষ্টিগুলোকে আরও ভাল ভাবে ধরে রাখতে পারে।
advertisement
advertisement
ভালো ভাবে সেদ্ধ করা মাংসই নিরাপদ: মাংস ভালো ভাবে রান্না হয়েছে কি না, কীভাবে বোঝা যাবে? ভাল সেদ্ধ হলে। খেয়াল রাখতে হবে যে, স্বাদ এবং টেক্সচার দুইই যেন বজায় থাকে। তবে এমন কোনও প্রমাণ নেই, মাংস চামড়ার মতো রান্না না-হলে ব্যাকটেরিয়া মরবে না। ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্য মাংসের মধ্যে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট।
advertisement
advertisement