Conjunctivitis: আক্রান্তের চোখের দিকে তাকালেই কি কনজাংটিভাইটিস হয়? সংক্রমণ হলে কী করবেন? জানুন আরামের উপায়

Last Updated:
Conjunctivitis: বর্ষা আসতে না আসতেই চোখে সংক্রমণ বা কনজাংটিভাইটিসের সমস্যা দেখা দিচ্ছে
1/10
বর্ষা আসতে না আসতেই চোখে সংক্রমণ বা কনজাংটিভাইটিসের সমস্যা দেখা দিচ্ছে৷ চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, ঘন ঘন জল পড়া-সহ নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে৷ চোখ খোলা এবং বন্ধে সমস্যাও হতে পারে৷
বর্ষা আসতে না আসতেই চোখে সংক্রমণ বা কনজাংটিভাইটিসের সমস্যা দেখা দিচ্ছে৷ চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, ঘন ঘন জল পড়া-সহ নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে৷ চোখ খোলা এবং বন্ধে সমস্যাও হতে পারে৷
advertisement
2/10
অনেক সময় কনজাংটিভাইটিস হলে চোখ ফুলেও উঠতে পারে৷ ক্রমাগত জল পড়তে থাকে চোখ থেকে৷ এই সংক্রমণ অত্যন্ত ছোঁয়াচে৷ তাই আক্রান্ত এবং যিনি আক্রান্ত হননি, তাঁকেও সাবধানতা নিতে হবে৷ বলছেন মুরলী দেওরা আই হসপিটালের চিকিৎসক বর্ষা রোকড়ে৷
অনেক সময় কনজাংটিভাইটিস হলে চোখ ফুলেও উঠতে পারে৷ ক্রমাগত জল পড়তে থাকে চোখ থেকে৷ এই সংক্রমণ অত্যন্ত ছোঁয়াচে৷ তাই আক্রান্ত এবং যিনি আক্রান্ত হননি, তাঁকেও সাবধানতা নিতে হবে৷ বলছেন মুরলী দেওরা আই হসপিটালের চিকিৎসক বর্ষা রোকড়ে৷
advertisement
3/10
ভাইরাল কনজাংটিভাইটিস এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া স্বরূপ দুই কারণে চোখ লাল হয়ে পড়তে পারে৷ সাধারণত দৃষ্টিশক্তি এতে ব্যাহত হয় না৷ ভাইরাল কনজাংটিভাইটিস সবথেকে বেশি প্রচলিত এবং ছোঁয়াচে৷
ভাইরাল কনজাংটিভাইটিস এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া স্বরূপ দুই কারণে চোখ লাল হয়ে পড়তে পারে৷ সাধারণত দৃষ্টিশক্তি এতে ব্যাহত হয় না৷ ভাইরাল কনজাংটিভাইটিস সবথেকে বেশি প্রচলিত এবং ছোঁয়াচে৷
advertisement
4/10
বিরল হলেও কনজাংটিভাইটিস অনেক সময় ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট এবং গলার সমস্যা থেকেও হতে পারে৷ অপরিষ্কার কনট্যাক্ট লেন্সও এই রোগের কারণ হয় অনেক সময়েই৷ তবে আক্রান্তের চোখের দিকে তাকালে কনজাংটিভাইটিস হয় না৷ হয় চোখের জল থেকে৷
বিরল হলেও কনজাংটিভাইটিস অনেক সময় ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট এবং গলার সমস্যা থেকেও হতে পারে৷ অপরিষ্কার কনট্যাক্ট লেন্সও এই রোগের কারণ হয় অনেক সময়েই৷ তবে আক্রান্তের চোখের দিকে তাকালে কনজাংটিভাইটিস হয় না৷ হয় চোখের জল থেকে৷
advertisement
5/10
অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণ কোনও নির্দিষ্ট জিনিস থেকে চোখে অ্যালার্জি সংক্রমণ৷ এই ধরনের কনজাংটিভাইটিস সংক্রামক নয়৷ কিন্তু শারীরিক কষ্ট কোনও অংশে কম নয়৷ পরাগরেণু, ধোঁয়া, গাড়ির ধোঁয়া, সুইমিং পুলের জলের ক্লোরিন ও অন্যান্য রাসায়নিক থেকে এই সমস্যা দেখা দিতে পারে৷
অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণ কোনও নির্দিষ্ট জিনিস থেকে চোখে অ্যালার্জি সংক্রমণ৷ এই ধরনের কনজাংটিভাইটিস সংক্রামক নয়৷ কিন্তু শারীরিক কষ্ট কোনও অংশে কম নয়৷ পরাগরেণু, ধোঁয়া, গাড়ির ধোঁয়া, সুইমিং পুলের জলের ক্লোরিন ও অন্যান্য রাসায়নিক থেকে এই সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
6/10
ভাইরাল কনজাংটিভাইটিসের নির্দিষ্ট কোনও প্রতিকার নেই৷ সাত থেকে দশদিন সাধারণত এই সংক্রমণ থাকে৷ যদি সমস্যা তীব্র হয়, যেমন চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি, আলোর প্রতি স্পর্শকাতরতার মতো উপসর্গ থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে৷
ভাইরাল কনজাংটিভাইটিসের নির্দিষ্ট কোনও প্রতিকার নেই৷ সাত থেকে দশদিন সাধারণত এই সংক্রমণ থাকে৷ যদি সমস্যা তীব্র হয়, যেমন চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি, আলোর প্রতি স্পর্শকাতরতার মতো উপসর্গ থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে৷
advertisement
7/10
কনজাংটিভাইটিস হলে কিছু ঘরোয়া টোটকা আছে৷ প্রতিষেধক হিসেবে সেগুলি অবলম্বন করা যায়৷ ওয়ার্ম কম্প্রেস বা গরম সেঁক দেওয়া যায় আক্রান্ত চোখে৷ চিকিৎসকের পরামর্শমতে দিতে পারেন আইড্রপ৷
কনজাংটিভাইটিস হলে কিছু ঘরোয়া টোটকা আছে৷ প্রতিষেধক হিসেবে সেগুলি অবলম্বন করা যায়৷ ওয়ার্ম কম্প্রেস বা গরম সেঁক দেওয়া যায় আক্রান্ত চোখে৷ চিকিৎসকের পরামর্শমতে দিতে পারেন আইড্রপ৷
advertisement
8/10
কনট্যাক্ট লেন্স কখনওই ব্যবহার করবেন না কনজাংটিভাইটিস হলে৷ তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ চোখে হাত দেওয়ার পর সব সময় হাত মুছে নিন৷ তাহলে আপনার হাত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে না৷
কনট্যাক্ট লেন্স কখনওই ব্যবহার করবেন না কনজাংটিভাইটিস হলে৷ তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ চোখে হাত দেওয়ার পর সব সময় হাত মুছে নিন৷ তাহলে আপনার হাত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে না৷
advertisement
9/10
কনজাংটিভাইটিস থেকে বাঁচতে হলে আপনার হাত, তোয়ালে, ওয়াইপস, বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখুন৷ বেসিক স্বাস্থ্যবিধি মেনে চলুন৷
কনজাংটিভাইটিস থেকে বাঁচতে হলে আপনার হাত, তোয়ালে, ওয়াইপস, বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখুন৷ বেসিক স্বাস্থ্যবিধি মেনে চলুন৷
advertisement
10/10
নিজের চোখের প্রসাধনী কাউকে দেবেন না৷ অন্যের প্রসাধনী নিজে ব্যবহার করবেন না৷ কনট্যাক্ট লেন্স পরার আগে ও পরে পরিষ্কার করুন সময় ও যত্ন নিয়ে৷
নিজের চোখের প্রসাধনী কাউকে দেবেন না৷ অন্যের প্রসাধনী নিজে ব্যবহার করবেন না৷ কনট্যাক্ট লেন্স পরার আগে ও পরে পরিষ্কার করুন সময় ও যত্ন নিয়ে৷
advertisement
advertisement
advertisement