Comet Leonard: বিরলতম ঘটনা! ৩৫ হাজার বছর পর লিওনার্ড ধূমকেতু-র দেখা! কবে ?কখন ?কীভাবে দেখবেন?

Last Updated:
লিওনার্ড'-কে ওয়ান্স ইন আ লাইফটাইম' কমেট বলেন বিশেষজ্ঞরা। আগুনের গোলার মতো জ্বলজ্বলে কমেটটি-র চারপাশে সবুজ দীপ্তি। এতটাই উজ্জ্বল যে খালি চোখেই দেখা যাবে
1/6
পৃথীবির গা ঘেঁষে চলে যাচ্ছে 'লিওনার্ড' নামের কমেট বা ধূমকেতু! এক-দু'দিন নয়, ৩৫ হাজার বছর বাদে পৃথীবির এত কাছে এল এই ধূমকেতু। এই মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও! আমাদের দেশ থেকে কবে, কখন দেখা যাবে এই দুর্লভ মহাজাগতিক বস্তুকে ? কীভাবেই বা দেখবেন? রইল বিস্তারিত তথ্য--
পৃথীবির গা ঘেঁষে চলে যাচ্ছে 'লিওনার্ড' নামের কমেট বা ধূমকেতু! এক-দু'দিন নয়, ৩৫ হাজার বছর বাদে পৃথীবির এত কাছে এল এই ধূমকেতু। এই মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও! আমাদের দেশ থেকে কবে, কখন দেখা যাবে এই দুর্লভ মহাজাগতিক বস্তুকে ? কীভাবেই বা দেখবেন? রইল বিস্তারিত তথ্য--
advertisement
2/6
'লিওনার্ড'-কে ওয়ান্স ইন আ লাইফটাইম' কমেট বলেন বিশেষজ্ঞরা। আগুনের গোলার মতো জ্বলজ্বলে কমেটটি-র চারপাশে সবুজ দীপ্তি। এতটাই উজ্জ্বল যে খালি চোখেই দেখা যাবে। বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও ভাল করে দেখতে পারবেন। সব থেকে ভাল খবর, ভারতের আকাশেও দেখা মিলবে লিওনার্ডের।
'লিওনার্ড'-কে ওয়ান্স ইন আ লাইফটাইম' কমেট বলেন বিশেষজ্ঞরা। আগুনের গোলার মতো জ্বলজ্বলে কমেটটি-র চারপাশে সবুজ দীপ্তি। এতটাই উজ্জ্বল যে খালি চোখেই দেখা যাবে। বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও ভাল করে দেখতে পারবেন। সব থেকে ভাল খবর, ভারতের আকাশেও দেখা মিলবে লিওনার্ডের।
advertisement
3/6
রবিবার, ১২ ডিসেম্বর পৃথীবির একেবারে কাছে এসেছিল লিওনার্ড। কিন্তু আপনি কমেট-টি দেখতে পাবেন ১৪ ডিসেম্বর, সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে। তবে, লিওনার্ডকে সবথেকে ভাল দেখা যাবে ১৭ ডিসেম্বর।
রবিবার, ১২ ডিসেম্বর পৃথীবির একেবারে কাছে এসেছিল লিওনার্ড। কিন্তু আপনি কমেট-টি দেখতে পাবেন ১৪ ডিসেম্বর, সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে। তবে, লিওনার্ডকে সবথেকে ভাল দেখা যাবে ১৭ ডিসেম্বর।
advertisement
4/6
সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে লিওনার্ড দেখা যাবে ঠিকই, কিন্তু সবথেকে ভাল দেখতে পাবেন সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে, সেইসময় আকাশের উচ্চতম পয়েন্টে থাকবে ধূমকেতুটি।
সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে লিওনার্ড দেখা যাবে ঠিকই, কিন্তু সবথেকে ভাল দেখতে পাবেন সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে, সেইসময় আকাশের উচ্চতম পয়েন্টে থাকবে ধূমকেতুটি।
advertisement
5/6
Whale Galaxy বা তিমি-ছায়াপথের (NGC 4631) কেন্দ্র ধূমকেতুর বাসস্থল। ২০২১-এ আরিজোনার  মাউন্ট লেমন অবজারভেটরি থেকে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন গ্রেগরি লিওলার্ড।
Whale Galaxy বা তিমি-ছায়াপথের (NGC 4631) কেন্দ্র ধূমকেতুর বাসস্থল। ২০২১-এ আরিজোনার মাউন্ট লেমন অবজারভেটরি থেকে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন গ্রেগরি লিওলার্ড।
advertisement
6/6
আবার কবে ফিরবে লিওনার্ড? মহাকাশচারী-রা মনে করছেন, সূর্যকে অতিক্রম করার পরই সৌরজগৎ থেকে নিক্ষিপ্ত হবে এই ধূমকেত, আর কখনও এই সৌরমণ্ডলে ফিরবে না
আবার কবে ফিরবে লিওনার্ড? মহাকাশচারী-রা মনে করছেন, সূর্যকে অতিক্রম করার পরই সৌরজগৎ থেকে নিক্ষিপ্ত হবে এই ধূমকেত, আর কখনও এই সৌরমণ্ডলে ফিরবে না
advertisement
advertisement
advertisement