Hair Colour: পার্লার ভুলে যান, প্রাকৃতিক উপায়ে একেবারে ঘরে বসেই পান ঝকঝকে হেয়ার কালার..কীভাবে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
Hair Colour: আপনি কি চুলে রং করতে পছন্দ করেন? তবে আর বাজার থেকে কেনা রং আর নয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার চুলে রং করতে পারেন।
1/7
আপনি কি চুলে রং করতে পছন্দ করেন? তবে আর বাজার থেকে কেনা রং আর নয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার চুলে রং করতে পারেন। (তথ্য-পিয়া গুপ্তা)
আপনি কি চুলে রং করতে পছন্দ করেন? তবে আর বাজার থেকে কেনা রং আর নয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার চুলে রং করতে পারেন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
2/7
বাড়িতে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই চুলে নিয়ে আসবে চমৎকার রঙের ঝলক। বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, এগুলো ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। (তথ্য-পিয়া গুপ্তা)
বাড়িতে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই চুলে নিয়ে আসবে চমৎকার রঙের ঝলক। বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, এগুলো ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
3/7
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, চুলে লালচে রঙের ঝলক আনতে চাইলে ব্যবহার করতে পারেন বিট। এক কাপ বিটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন। (তথ্য-পিয়া গুপ্তা)
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, চুলে লালচে রঙের ঝলক আনতে চাইলে ব্যবহার করতে পারেন বিট। এক কাপ বিটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
4/7
শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। তারপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। (তথ্য-পিয়া গুপ্তা)
শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। তারপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
5/7
এছাড়া কফি চুলে গাঢ় বাদামি রঙ আনতে ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি লিকার হেয়ার কন্ডিশনার মেশান খানিকটা। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে জলে দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
এছাড়া কফি চুলে গাঢ় বাদামি রঙ আনতে ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি লিকার হেয়ার কন্ডিশনার মেশান খানিকটা। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে জলে দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
6/7
চা পাতা ট্যানিক অ্যাসিড চুল কালো করে। ৫ টেবিল চামচ চা পাতা ১ কাপ জলে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
চা পাতা ট্যানিক অ্যাসিড চুল কালো করে। ৫ টেবিল চামচ চা পাতা ১ কাপ জলে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
7/7
এছাড়াও চুলের কালার আনতে আপনি মেহেদির গুঁড়ো ব্যবহার করতে পারেন। মেহেদির গুঁড়ো সারারাত ভিজিয়ে পরদিন লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। এতে চুল ভাল হবে ও চুলে আসবে প্রাকৃতিক রং। (তথ্য-পিয়া গুপ্তা)
এছাড়াও চুলের কালার আনতে আপনি মেহেদির গুঁড়ো ব্যবহার করতে পারেন। মেহেদির গুঁড়ো সারারাত ভিজিয়ে পরদিন লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। এতে চুল ভাল হবে ও চুলে আসবে প্রাকৃতিক রং। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
advertisement
advertisement