Health Care Tips: অফিসে দিনভর কাপের পর কাপ মেশিনের কফি পান করেন? অজান্তেই ঝাঁঝরা হচ্ছে শরীর! আচমকা প্রাণহানির আশঙ্কা গবেষণায়
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Care Tips: অফিসে কফি ও চা মেশিনের চল নতুন নয়। তবে শেষ কয়েকবছরে ব্যবহার বেড়েছে বেশ কয়েকগুণ। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এই কফি অত্যধিক খাওয়ার ফলে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি।
*অফিসে কফি ও চা মেশিনের চল নতুন নয়। তবে শেষ কয়েকবছরে ব্যবহার বেড়েছে বেশ কয়েকগুণ। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এই কফি অত্যধিক খাওয়ার ফলে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। অফিস বা স্টেশনের কফি মেশিন থেকে নির্গত হওয়া কফিতে ক্ষতিকারক কিছু যৌগ মিশে থাকে, যা বাইরের দোকানে বিক্রি হওয়া কফির চেয়ে খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা বাড়িয়ে তুলতে পারে এবং প্রতিদিন এই কফি পান করলে হৃদরোগের সমস্যা তৈরি করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
