ব্রণ ও অ্যাকনের দাগের সমস্যায় নাজেহাল? বহু চেষ্টাতেও সে দাগ মিলিয়ে যায়নি? তাহলে আপনার জন্য রইল ঘরোয়া টোটকা ৷ ব্যবহার করে দেখুন লবঙ্গতেল বা ক্লোভ অয়েল ৷ দাগহীন মুখাবয়বের জন্য লবঙ্গতেল খুবই উপকারী ৷ ফেসওয়াশ বা ক্রিমে পার্শ্বপ্রতিক্রিয়া আছে ৷ কিন্তু ক্লোভ অয়েল ত্বকে কোনও খারাপ প্রভাব ফেলে না ৷ অনেক রূপ বিশেষজ্ঞের মতে, ত্বকে জীবাণুর আধিক্য রুখে দেয় ক্লোভ অয়েল ৷ ফলে ত্বকে বয়সে দাগছোপও ধরতে সময় নেয় ৷ যদি মুখে ব্রণ বা অ্যাকনের দাগছোপ তুলতে চান, তাহলে একফোঁটা ক্লোভ অয়েল নিয়ে আলতো করে মুখে মালিশ করুন ৷ দু ফোঁটা ক্লোভ অয়েলের সঙ্গে মেশান পাঁচ ফোঁটা নারকেল তেল ৷ এই মিশ্রণ আলতো করে মুখে মালিশ করুন ৷ আপনার মুখ থেকে দূষণ, ময়লা ও অন্যান্য ক্ষতিকারক প্রভাব মুছে ফেলে এই মিশ্রণ ৷ নিয়মিত লবঙ্গ তেলের ব্যবহার মুখের ত্বকে বাড়তি ঔজ্বল্য যোগ করে ৷ ত্বকের যত্নের পাশাপাশি মাইগ্রেন, স্ট্রেস এবং দাঁতের ব্যথাতেও লবঙ্গতেলের উপকারিতা বহুদিন ধরেই প্রচলিত ৷