বর্ষা মানেই সারাদিন আকাশের মুখ ভার । কখনও টিপটাপ, কখনও অছোড় ধারায় বৃষ্টি তো লেগেই রয়েছে । এর মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হল ভিজে জামাকাপড় শুকানো । একরাশ ভিজে জামাকাপড় নিয়ে কোথায় শুকোতে দেবেন, সেই চিন্তায় উধাও হয়ে যায় কবিত্ব ৷ দীর্ঘক্ষণ ভিজে অবস্থায় থাকলে জামাকাপড়ের দুর্গন্ধ হয় ৷ জন্মায় জীবাণুও ৷ তবে এই সমস্যার সমাধানও আছে ৷ সে সব অনুসরণ করলে বর্ষাতেও জামাকাপড় চটজলদি শুকিয়ে নিতে পারবেন ৷