Cloth Washing Tips: গাদাগাদা খরচ করে সুতির জামা-কাপড়-শাড়ি আর দোকানে দিতে হবে না, বাড়িতেই এই উপায়ে সুতির পোশাকের জেল্লা ফেরান
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সুতির ফ্র্যাবিকের টেক্সচার ভাল রাখতে ব্যবহার করুন ভাতের ফ্যান
advertisement
সুতির শাড়ির জেল্লা ফেরাতে ভাতের মাড়ের জুরি মেলা ভার। ভাতের মাড় ফেলে দেবেন না। এই ভাতের মাড় দিয়েই চকচকে করে নিতে পারেন আপনার পছন্দের সুতির শাড়ি কিংবা জামা। এই গরমে কমবেশি সকলেই সুতির জামা কাপড় পরে থাকেন। কিন্তু সুতির শাড়ি কিংবা জামা বেশ কয়েকবার পরলেই উজ্জ্বলতা হারিয়ে যায়। সেক্ষেত্রে এই জামা-কাপড় লন্ড্রিতে না দিয়ে বাড়িতে থাকা ভাতের ফ্যান দিয়ে কেচে নিতে পারেন।লেখা--পিয়া গুপ্তা
advertisement
গৃহবধূ সাধনা চক্রবর্তী জানান, সুতির জামাকাপড় কাচার সময় বিশেষ যত্ন নিতে হয়। মা-ঠাকুমা-রা সুতির কাপড় কেচে তাতে ভাতের ফ্যান দিতেন। এতে সুতির ফ্র্যাবিকের টেক্সচার ভাল থাকে।এক্ষেত্রে ভাতের ফ্যান ভালভাবে ঝরিয়ে নিতে হবে। ফ্যান গাঢ় থাকলে সামান্য একটু জল দিয়ে সেই জলে আপনার ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালভাবে গুলে নিন।
লেখা--পিয়া গুপ্তা
advertisement
advertisement
advertisement








