Cleaning Tips: পুরনো লেপ-কম্বল নিমেষে নতুন হবে, শুধু মেনে চলুন এই কয়েকটা উপায়, তা হলেই ‘কেল্লা ফতে’

Last Updated:
Cleaning Tips: শীতে আপনার লেপ পরিষ্কার ও সতেজ করার সেরা উপায় জানুন। এই সহজ পদ্ধতি মেনে চলুন, তাহলেই লেপ- কম্বল নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
1/6
আসবে না আসবে করে শীত চলেই এল৷ কাবার্ডে রাখা লেপ, কম্বল বেরোতে শুরু করে দিয়েছে৷ দীর্ঘদিন আলমারিতে রাখার পর থাকার ফলে কম্বলে ধুলো জমে যায়৷ কখনও-কখনও একধরনের ভ্যাপসা দুর্গন্ধ নির্গত হয়
আসবে না আসবে করে শীত চলেই এল৷ কাবার্ডে রাখা লেপ, কম্বল বেরোতে শুরু করে দিয়েছে৷ দীর্ঘদিন আলমারিতে রাখার পর থাকার ফলে কম্বলে ধুলো জমে যায়৷ কখনও-কখনও একধরনের ভ্যাপসা দুর্গন্ধ নির্গত হয়
advertisement
2/6
এই ধুলো থেকে হাঁপানি, অ্যালার্জির মতো নানা রকম সমস্যা দেখা দিতে পারে৷ ফলে শীত জাঁকিয়ে পড়ার আগেই লেপ-কম্বল পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি৷
এই ধুলো থেকে হাঁপানি, অ্যালার্জির মতো নানা রকম সমস্যা দেখা দিতে পারে৷ ফলে শীত জাঁকিয়ে পড়ার আগেই লেপ-কম্বল পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি৷
advertisement
3/6
প্রথমেই কাবার্ডে রাখা লেপ-কম্বল বের করে খোলা জায়গায় নিয়ে যান৷ খেয়াল রাখবেন সেখানে যেন অল্প রোদ থাকে৷ এবার লাঠির সাহায্যে লেপ বা কম্বলের চারপাশে ধীরে ধীরে আঘাত করুন৷ এতে ভিতরের ঝুলো-ময়লা বেরিয়ে আসবে৷ তবে বেশি জোরে আঘাত করবেন না৷ এতে ফাইবার বা সুতো নষ্ট হতে পারে৷
প্রথমেই কাবার্ডে রাখা লেপ-কম্বল বের করে খোলা জায়গায় নিয়ে যান৷ খেয়াল রাখবেন সেখানে যেন অল্প রোদ থাকে৷ এবার লাঠির সাহায্যে লেপ বা কম্বলের চারপাশে ধীরে ধীরে আঘাত করুন৷ এতে ভিতরের ঝুলো-ময়লা বেরিয়ে আসবে৷ তবে বেশি জোরে আঘাত করবেন না৷ এতে ফাইবার বা সুতো নষ্ট হতে পারে৷
advertisement
4/6
বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনিং থাকে, তাহলে সহজেই কম সময়ে ভালভাবে পরিষ্কার করতে পারেন৷ ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে লেপ এবং কম্বলের উপর ধীরে ধীরে ক্লিনিং করে নি৷ এতে  ময়লা ও ধুলো খুব তাড়াতাড়ি পরিষ্তার হয়ে যাবে৷ তবে দেখবেন ভ্যাকুয়ামের স্পিড যেন একদম কম থাকে৷
বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনিং থাকে, তাহলে সহজেই কম সময়ে ভালভাবে পরিষ্কার করতে পারেন৷ ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে লেপ এবং কম্বলের উপর ধীরে ধীরে ক্লিনিং করে নি৷ এতে ময়লা ও ধুলো খুব তাড়াতাড়ি পরিষ্তার হয়ে যাবে৷ তবে দেখবেন ভ্যাকুয়ামের স্পিড যেন একদম কম থাকে৷
advertisement
5/6
লেপ ও কম্বল পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নেওয়া জরুরি৷ এর ফলে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যায়৷ তবে খুব বেশি রোদে শুকাবেন না৷ এতে কাপড়ের রং হালকা হতে পারে৷ তাই ছায়া আছে এমন জায়গায় কাপড় শুকোতে দিন৷
লেপ ও কম্বল পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নেওয়া জরুরি৷ এর ফলে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যায়৷ তবে খুব বেশি রোদে শুকাবেন না৷ এতে কাপড়ের রং হালকা হতে পারে৷ তাই ছায়া আছে এমন জায়গায় কাপড় শুকোতে দিন৷
advertisement
6/6
যদি লেপ বা কম্বলে  কোনও দাগ লেগে গিয়ে থাকে, তাহলে স্পট ক্লিনিং করা খুব দরকার৷ এ ক্ষেত্রে একটা নরম কাপড়ে সামান্য জল বা হালকা ডিটারজেন্ট মিশিয়ে সেই দাগের উপর আলতোভাবে ঘষে-ঘষে পরিষ্কার করুন৷
যদি লেপ বা কম্বলে কোনও দাগ লেগে গিয়ে থাকে, তাহলে স্পট ক্লিনিং করা খুব দরকার৷ এ ক্ষেত্রে একটা নরম কাপড়ে সামান্য জল বা হালকা ডিটারজেন্ট মিশিয়ে সেই দাগের উপর আলতোভাবে ঘষে-ঘষে পরিষ্কার করুন৷
advertisement
advertisement
advertisement