বহু কেচেও জামাকাপড় থেকে পুরনো দাগ উঠছে না? রইল কিছু ঘরোয়া টিপস

Last Updated:
Clothes washing tips: জেনে নিন কিছু ঘরোয়া টোটকা। যা জামাকাপড় থেকে দাগ তুলতে সিদ্ধহস্ত।
1/5
শুধু জল আর সাবানের যুগলবন্দিতেই যে জামাকাপড় থেকে পুরনো দাগ উঠে যাবে, তার কোনও মানে নেই। বরং এটাই হয় যে বহু কসরতের কাচা সত্ত্বেও জামাকাপড়ের বাকি অংশ হয়তো পরিষ্কার হল। কিন্তু দাগ রয়েই গেল।
শুধু জল আর সাবানের যুগলবন্দিতেই যে জামাকাপড় থেকে পুরনো দাগ উঠে যাবে, তার কোনও মানে নেই। বরং এটাই হয় যে বহু কসরতের কাচা সত্ত্বেও জামাকাপড়ের বাকি অংশ হয়তো পরিষ্কার হল। কিন্তু দাগ রয়েই গেল।
advertisement
2/5
তাই জেনে নিন কিছু ঘরোয়া টোটকার কথা। যা জামাকাপড় থেকে দাগ তুলতে সিদ্ধহস্ত।
তাই জেনে নিন কিছু ঘরোয়া টোটকার কথা। যা জামাকাপড় থেকে দাগ তুলতে সিদ্ধহস্ত।
advertisement
3/5
এক টুকরো লেবু নিয়ে জামাকাপড়ের দাগের উপর ভাল করে ঘষুন। তার উপর ভিজে কাপড়ের টুকরো দিয়ে ওই অংশ মুছে নিন। এরপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলেই দেখবেন দাগ উঠে যাবে।
এক টুকরো লেবু নিয়ে জামাকাপড়ের দাগের উপর ভাল করে ঘষুন। তার উপর ভিজে কাপড়ের টুকরো দিয়ে ওই অংশ মুছে নিন। এরপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলেই দেখবেন দাগ উঠে যাবে।
advertisement
4/5
দাগ যদি হাল্কা হয়, ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজারও। এর ফলে জামাকাপড় স্টেরিলাইজ বা জীবাণুমুক্তও হবে একদিক দিয়ে। হ্যান্ড স্যানিটাইজার বা রাবিং অ্যালকোহল দাগ তোলার ক্ষেত্রে কার্যকর। এতে জামাকাপড়ে সুন্দর মিষ্টি গন্ধও হয়।
দাগ যদি হাল্কা হয়, ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজারও। এর ফলে জামাকাপড় স্টেরিলাইজ বা জীবাণুমুক্তও হবে একদিক দিয়ে। হ্যান্ড স্যানিটাইজার বা রাবিং অ্যালকোহল দাগ তোলার ক্ষেত্রে কার্যকর। এতে জামাকাপড়ে সুন্দর মিষ্টি গন্ধও হয়।
advertisement
5/5
জামাকাপড়ে কফির দাগ লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কফি পড়ে গেলে ভাববেন না। সে জায়গায় কিছুটা নুন ছড়িয়ে দিন। তার পর সেখানে ক্লাব সোডা মাখিয়ে রাখুন। রাতভর ওইভাবে রাখার পর সকালে দেখবেন দাগ অনেকটাই ম্রিয়মাণ।
জামাকাপড়ে কফির দাগ লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কফি পড়ে গেলে ভাববেন না। সে জায়গায় কিছুটা নুন ছড়িয়ে দিন। তার পর সেখানে ক্লাব সোডা মাখিয়ে রাখুন। রাতভর ওইভাবে রাখার পর সকালে দেখবেন দাগ অনেকটাই ম্রিয়মাণ।
advertisement
advertisement
advertisement