১ মিনিটেই ঝাঁ চকচকে 'জলের ট্যাঙ্ক'...! প্লাম্বার ডাকতে হবে না, 'ছোট্ট' জিনিস করবে কামাল! জানুন জব্বর 'উপায়'

Last Updated:
Clean Water Tank: দৈনন্দিন কাজে ব্যবহৃত জলের ট্যাঙ্কে যতই পরিষ্কার জল থাকুক না কেন, এই ট্যাঙ্কে জমা জল বছরের পর বছর পরিস্কার না করলে একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যদি না সময়ে ট্যাঙ্কটি ঠিকমতো পরিষ্কার না করেন। চকমক করবে 'জলের ট্যাঙ্ক'..., শিখে নিন সবচেয়ে সহজ, নির্ঝঞ্ঝাট 'ট্রিক্স', ছোট্ট কাজেই 'সুপার' কামাল!
1/19
দৈনন্দিন কাজে ব্যবহৃত জলের ট্যাঙ্কে যতই পরিষ্কার জল থাকুক না কেন, এই ট্যাঙ্কে জমা জল বছরের পর বছর পরিস্কার না করলে একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যদি না সময়ে ট্যাঙ্কটি ঠিকমতো পরিষ্কার না করেন।
দৈনন্দিন কাজে ব্যবহৃত জলের ট্যাঙ্কে যতই পরিষ্কার জল থাকুক না কেন, এই ট্যাঙ্কে জমা জল বছরের পর বছর পরিস্কার না করলে একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যদি না সময়ে ট্যাঙ্কটি ঠিকমতো পরিষ্কার না করেন।
advertisement
2/19
দীর্ঘদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কের ভিতর শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে জলের সঙ্গে মিশে যায়। পরে সেই জল ফুটিয়ে খেলেও রোগের ঝুঁকি কিন্তু থেকে যায়।
দীর্ঘদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কের ভিতর শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে জলের সঙ্গে মিশে যায়। পরে সেই জল ফুটিয়ে খেলেও রোগের ঝুঁকি কিন্তু থেকে যায়।
advertisement
3/19
এই কারণেই বছরে কমপক্ষে একবার সঠিকভাবে ট্যাঙ্ক পরিষ্কার ও জীবাণুমুক্ত করলে সারাবছর নিশ্চিন্তে জল খেতে ও ব্যবহার করতে পারবেন। আজ এই প্রতিবেদনে থাকছে জলের ট্যাঙ্ক পরিষ্কারের জলের মতো সহজ টিপস।
এই কারণেই বছরে কমপক্ষে একবার সঠিকভাবে ট্যাঙ্ক পরিষ্কার ও জীবাণুমুক্ত করলে সারাবছর নিশ্চিন্তে জল খেতে ও ব্যবহার করতে পারবেন। আজ এই প্রতিবেদনে থাকছে জলের ট্যাঙ্ক পরিষ্কারের জলের মতো সহজ টিপস।
advertisement
4/19
ট্যাঙ্কটি খালি করুন এবং শুকোতে দিন : সবার আগে জলের ট্যাঙ্কের কলটা খুলে ট্যাঙ্কটি খালি করে নিন। সব জল বেরিয়ে গেলেও নীচের জলটুকু সহজে বের হবে না। তার জন্য প্রথমে বালতি ব্যবহার করুন এবং পরে প্লাস্টিকের মগ বা কাপ ব্যবহার করুন।
ট্যাঙ্কটি খালি করুন এবং শুকোতে দিন : সবার আগে জলের ট্যাঙ্কের কলটা খুলে ট্যাঙ্কটি খালি করে নিন। সব জল বেরিয়ে গেলেও নীচের জলটুকু সহজে বের হবে না। তার জন্য প্রথমে বালতি ব্যবহার করুন এবং পরে প্লাস্টিকের মগ বা কাপ ব্যবহার করুন।
advertisement
5/19
প্রথমে একদম তলানির জলটা ওয়েট বা ড্রাই ভ্যাকুয়ামের সাহায্যে বের করে নিন, তারপরে শুকনো তোয়ালে দিয়ে ভাল করে মুছে ফেলুন পুরোটা। যদি ট্যাঙ্কটি আকারে ছোট হয় তাহলে কয়েকজনে মিলে ট্যাঙ্কটি উল্টে জলশূন্য করতে পারেন। জলশূন্য করার পরে ট্যাঙ্কটি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিন।
প্রথমে একদম তলানির জলটা ওয়েট বা ড্রাই ভ্যাকুয়ামের সাহায্যে বের করে নিন, তারপরে শুকনো তোয়ালে দিয়ে ভাল করে মুছে ফেলুন পুরোটা। যদি ট্যাঙ্কটি আকারে ছোট হয় তাহলে কয়েকজনে মিলে ট্যাঙ্কটি উল্টে জলশূন্য করতে পারেন। জলশূন্য করার পরে ট্যাঙ্কটি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিন।
advertisement
6/19
ট্যাঙ্কের ভিতরটি পরিষ্কার করুন : ট্যাঙ্কের সাইজ অনুযায়ী গরম জল ও লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে একটি ক্লিনিং সলিউশন তৈরি করে নিন। এরপরে নাইলনের ব্রাশ বা স্পঞ্জ সলিউশনে ডুবিয়ে ট্যাঙ্কের ভিতরটা ভাল করে ঘষে পরিষ্কার করুন।
ট্যাঙ্কের ভিতরটি পরিষ্কার করুন : ট্যাঙ্কের সাইজ অনুযায়ী গরম জল ও লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে একটি ক্লিনিং সলিউশন তৈরি করে নিন। এরপরে নাইলনের ব্রাশ বা স্পঞ্জ সলিউশনে ডুবিয়ে ট্যাঙ্কের ভিতরটা ভাল করে ঘষে পরিষ্কার করুন।
advertisement
7/19
ছোট হাতলের ব্রাশ হলে আড়াআড়িভাবে ঘষতে হবে। আর বড় হাতলের ব্রাশ হলে লম্বালম্বিভাবে ঘষতে হবে। ট্যাঙ্কের নীচ পর্যন্ত যাওয়ার জন্য বড় হাতলের ব্রাশ হলে ভাল হবে। স্টিলের ব্রাশ বা স্পঞ্জ ভুলেও ব্যবহার করতে যাবেন না, এগুলো ট্যাঙ্কের প্লাস্টিক নষ্ট করে দিবে।
ছোট হাতলের ব্রাশ হলে আড়াআড়িভাবে ঘষতে হবে। আর বড় হাতলের ব্রাশ হলে লম্বালম্বিভাবে ঘষতে হবে। ট্যাঙ্কের নীচ পর্যন্ত যাওয়ার জন্য বড় হাতলের ব্রাশ হলে ভাল হবে। স্টিলের ব্রাশ বা স্পঞ্জ ভুলেও ব্যবহার করতে যাবেন না, এগুলো ট্যাঙ্কের প্লাস্টিক নষ্ট করে দিবে।
advertisement
8/19
দেয়ালের দিকে বিশেষ মনোযোগ দিন : ডিটারজেন্ট জলে ট্যাঙ্কের দেয়াল পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যদি না হয়, তাহলে বেকিং সোডা ট্যাঙ্কের দেয়ালে ছিটিয়ে দিন এবং ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন।
দেয়ালের দিকে বিশেষ মনোযোগ দিন : ডিটারজেন্ট জলে ট্যাঙ্কের দেয়াল পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যদি না হয়, তাহলে বেকিং সোডা ট্যাঙ্কের দেয়ালে ছিটিয়ে দিন এবং ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন।
advertisement
9/19
ট্যাঙ্কের কোনাগুলি এবং জয়েন্টের ময়লা তোলা বেশ কঠিন হয়, তাই এসব জায়গায় ছোট টুথব্রাশ দিয়ে ঘষতে হবে। কঠিন জায়গার দাগ-ময়লাগুলো ঘষতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সেগুলো পরিষ্কার হচ্ছে।
ট্যাঙ্কের কোনাগুলি এবং জয়েন্টের ময়লা তোলা বেশ কঠিন হয়, তাই এসব জায়গায় ছোট টুথব্রাশ দিয়ে ঘষতে হবে। কঠিন জায়গার দাগ-ময়লাগুলো ঘষতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সেগুলো পরিষ্কার হচ্ছে।
advertisement
10/19
ময়লা ধুয়ে ফেলুন : ট্যাঙ্কের ভিতরের এলাকা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার পর পাইপ দিয়ে জল দিয়ে ময়লা ধুয়ে ফেলুন। কঠিন জায়গার ময়লা যতক্ষণ না পর্যন্ত জলে মিশছে ততক্ষণ পর্যন্ত জল স্প্রে করতে থাকুন।
ময়লা ধুয়ে ফেলুন : ট্যাঙ্কের ভিতরের এলাকা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার পর পাইপ দিয়ে জল দিয়ে ময়লা ধুয়ে ফেলুন। কঠিন জায়গার ময়লা যতক্ষণ না পর্যন্ত জলে মিশছে ততক্ষণ পর্যন্ত জল স্প্রে করতে থাকুন।
advertisement
11/19
তারপর ট্যাঙ্কের কল ছেড়ে জলটা বাইরে ফেলে দিন। চাইলে গরম জল ট্যাঙ্কে ঢেলে কয়েক ঘণ্টা রেখে দিতে পারেন, পরে বের সেটা বের করে ফেলবেন। প্রয়োজনে কয়েকবার জল বদলে বদলে ট্যাঙ্ক ধুতে হবে।
তারপর ট্যাঙ্কের কল ছেড়ে জলটা বাইরে ফেলে দিন। চাইলে গরম জল ট্যাঙ্কে ঢেলে কয়েক ঘণ্টা রেখে দিতে পারেন, পরে বের সেটা বের করে ফেলবেন। প্রয়োজনে কয়েকবার জল বদলে বদলে ট্যাঙ্ক ধুতে হবে।
advertisement
12/19
সম্পূর্ণভাবে ময়লা ও ডিটারজেন্ট পরিষ্কার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা সুবিধেজনক হবে। বড় ট্যাঙ্কের ক্ষেত্রে তলানির আবর্জনা পরিষ্কার করতে হবে ভ্যাকুয়াম এবং শুকনো তোয়ালে অথবা মপিং ব্রাশের সাহায্যে।
সম্পূর্ণভাবে ময়লা ও ডিটারজেন্ট পরিষ্কার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা সুবিধেজনক হবে। বড় ট্যাঙ্কের ক্ষেত্রে তলানির আবর্জনা পরিষ্কার করতে হবে ভ্যাকুয়াম এবং শুকনো তোয়ালে অথবা মপিং ব্রাশের সাহায্যে।
advertisement
13/19
ট্যাঙ্কের পাইপ পরিষ্কার করুন : ট্যাঙ্কের পাইপে একটু ক্লিনিং সলিউশন ঢেলে দিন। তারপরে ওয়াটার পাম্পের সাহায্যে সলিউশনটা পাইপের ভিতর পাম্প করুন ময়লা সরানোর জন্য। তারপর গরম জল পাম্প করে পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে আরও কয়েকবার সলিউশন ও গরম জল পাম্প করে পাইপ পরিষ্কার করুন।
ট্যাঙ্কের পাইপ পরিষ্কার করুন : ট্যাঙ্কের পাইপে একটু ক্লিনিং সলিউশন ঢেলে দিন। তারপরে ওয়াটার পাম্পের সাহায্যে সলিউশনটা পাইপের ভিতর পাম্প করুন ময়লা সরানোর জন্য। তারপর গরম জল পাম্প করে পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে আরও কয়েকবার সলিউশন ও গরম জল পাম্প করে পাইপ পরিষ্কার করুন।
advertisement
14/19
ট্যাঙ্কটি জীবাণুমুক্ত করুন : পরিষ্কারের পরে ট্যাঙ্কটি জীবাণুমুক্ত করতে প্রথমে এটি চার ভাগের তিন ভাগ পরিষ্কার জল দিয়ে ভরে নিন। তারপরে এতে পরিমাণমতো ক্লোরিন ব্লিচ ঢেলে দিন। কতটুকু পরিমাণে ঢালতে হবে তার জন্য নির্দিষ্ট একটি মাপ আছে।
ট্যাঙ্কটি জীবাণুমুক্ত করুন : পরিষ্কারের পরে ট্যাঙ্কটি জীবাণুমুক্ত করতে প্রথমে এটি চার ভাগের তিন ভাগ পরিষ্কার জল দিয়ে ভরে নিন। তারপরে এতে পরিমাণমতো ক্লোরিন ব্লিচ ঢেলে দিন। কতটুকু পরিমাণে ঢালতে হবে তার জন্য নির্দিষ্ট একটি মাপ আছে।
advertisement
15/19
২৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য ৪ কাপ ব্লিচ লাগবে।৫০০ গ্যালন ট্যাঙ্কের জন্য আধা গ্যালন ব্লিচ লাগবে। ৭৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য পৌনে এক গ্যালন ব্লিচ লাগবে। ১০০০ গ্যালন ট্যাঙ্কের জন্য পুরো এক গ্যালন ব্লিচ লাগবে।
২৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য ৪ কাপ ব্লিচ লাগবে।৫০০ গ্যালন ট্যাঙ্কের জন্য আধা গ্যালন ব্লিচ লাগবে।৭৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য পৌনে এক গ্যালন ব্লিচ লাগবে।১০০০ গ্যালন ট্যাঙ্কের জন্য পুরো এক গ্যালন ব্লিচ লাগবে।
advertisement
advertisement
advertisement