Cholesterol: রোজের ডায়েটে নিয়ম করে রাখুন এই ৫ খাবার! ধমনী ছেড়ে বাপবাপ বলে পালাবে খারাপ কোলেস্টেরল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cholesterol: আমলা, গ্রিন টি, লেবু, পালং শাক ও আখরোট — এই সাধারণ খাবারগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি শুধু হৃদরোগ প্রতিরোধে নয়, সামগ্রিক স্বাস্থ্য রক্ষায়ও ভূমিকা রাখতে পারে...
আমলা: আমলা ভিটামিন সি, মিনারেলস এবং অ্যামিনো অ্যাসিডের অন্যতম সমৃদ্ধ উৎস। 'ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজি'-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, আমলা শরীরের কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি অ্যাথেরোস্ক্লেরোসিস (ধমনী সংকোচন) ও করোনারি আর্টারি ডিজিজ (CAD)-এর বিরুদ্ধেও সুরক্ষা দেয়।
advertisement
advertisement
লেবু: লেবু বা যেকোনো সাইট্রাস ফল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের টক্সিন দূর করে ও ইনফ্ল্যামেশন কমায়। 'হিলিং ফুডস' বইয়ে বলা হয়েছে, “সাইট্রাস ফলে থাকা হেস্পেরিডিন উচ্চ রক্তচাপের উপসর্গ কমাতে পারে এবং পেকটিন ও লিমোনয়েড যৌগ ধমনির কড়াকড়ি কমিয়ে এলডিএল কোলেস্টেরল হ্রাস করতে সাহায্য করে।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement