Cholesterol Control Tips: এক পাতায় হাজারো ওষুধ! শরীর থেকে টেনে বের করে কোলেস্টেরল, ওজন ঝরানো থেকে সুগার সবেতেই ধন্বন্তরি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সুপরিচিত আয়ুর্বেদিক চিকিৎসক ভি কে পাণ্ডে আমাদের এই পাতার একাধিক উপকারিতার কথা জানিয়েছেন।
স্থূলত্ব, অতিরিক্ত কোলেস্টেরল, লিভারের সমস্যা, ডায়াবেটিস বা সুগারের মতো সমস্যায় আজকাল আমরা কম বেশি অনেকেই আক্রান্ত৷ এর মধ্যে সুগার এমন এক রোগ যার কোনও নিরাময় নেই, শুধু নিয়ন্ত্রণ রয়েছে৷ যে নিয়ন্ত্রণ না করলে সুগার ধীরে ধীরে শরীরে ডেক আনে আরও অসংখ্য রোগ৷ তাই প্রতি আক্রান্ত ব্যক্তিরই উচিত, সুগার ধরা পড়ার পর থেকেই এ বিষয়ে সতর্ক এবং সচেতন হয়ে যাওয়া৷ অন্যদিকে, কোলেস্টেরল হোক কী লিভার, কোনও সমস্যাই ফেলে রাখা উচিত নয়৷
advertisement
advertisement
সরু লম্বা গাঢ় সবুজ পাতা এবং বেগুনি ফুল৷ খেতে ভয়ঙ্কর তেঁতো৷ বিজ্ঞানসম্মত নাম Swertia chirayita৷ আমরা চিনি চিরতা নামে৷ বহু প্রবীণদের কাছেই আমরা এই চিরতার নাম শুনে এসেছি৷ এখন প্রশ্ন এই চিরতা কি সত্যিই সুগারের ক্ষেত্রে উপকারী? না আছে কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও৷ এ বিষয়ে কী বলছেন চিকিৎসকেরা, আসুন জেনে নিই৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement