Cholesterol Control Tips: এলাচ চা খেলে কী কী উপকার পাওয়া যায়? দুধ চা না, লাল চায়ে মিশিয়েই খান, জানুন ডাক্তারের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cholesterol Control Tips: জানেন কি লিকার চায়ে এলাচ মিশিয়ে নিলে তার অনেক উপকারিতা পাওয়া যায়? চিকিৎসকের মত জানলে চমকে যাবেন...
চায়ে এলাচ দিয়ে খাওয়ার চল আমাদের ঘরে ঘরে। আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত পানীয় হল চা। বিশ্বে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে এই পানীয়।
advertisement
বাড়িতে কোনও অতিথি আসলেই তাঁকে চা দেওয়া আমাদের রীতি। শরীরের জন্য লিকার চা যতই উপকারী হোক না কেন অধিকাংশের পছন্দ হল দুধ চা।
advertisement
দুধ, চিনি, এলাচ, আদা দিয়ে বানানো চায়ের স্বাদই আলাদা। যদিও দুধ চা শরীরের জন্য মোটেই ভাল নয়। চেষ্টা করুন লিকার চা খেতে। আদা, গোলমরিচ দিয়ে বানানো লিকার চায়ের স্বাদই আলাদা।
advertisement
advertisement
চিকিৎসক মিল্টন বিশ্বাসের মতে, এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে এলাচ খেলে অনেক রকম উপকার হয়।
advertisement
যদি কোনও কিছু খাবার খেলেই গ্যাস-অম্বলের সম্ভাবনা থেকে যায় তাহলে খাবার খেয়ে এলাচ দিয়ে বানানো লিকার চা খান। এতে গ্যাস, অম্বল হয় না।
advertisement