China pneumonia: এবার ভারতেও 'চিনা নিউমোনিয়া', কোভিড-কালে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়াতেই এই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চিনা নিউমোনিয়া এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য দেয়নি, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে এটি সার্স-কোভ-২-আরএসভি, ইনফ্লুয়েঞ্জা এবং মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ।
চিনে নয়া আতঙ্ক রহস্যময় নিউমোনিয়া। লাফিয়ে-লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন থেকে তা ছড়িয়ে পড়ে আমেরিকা ও ইয়োরোপের কিছু দেশে! এবার, ভারতেও থাবা বসাল। চিনা নিউমোনিয়া ঢুকে পড়তে পারে ভারতেও, সেই ভয় ছিল-ই। এবার সম্ভবত সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। অন্তত বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ল্যানসেটের (Lancet) রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি এইমসে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
advertisement
সাধারণত মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার মাইল্ড ফর্মে বেডরেস্ট বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এবার এই রোগ-ই খুব জটিল আকার ধারণ করছে। তা কেন? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এই রোগের সংক্রমণ ছিল না। ফলে মানুষের মধ্যে এই রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়েছে। এখন কোভিড-বিধি উঠে যাওয়া ফের নতুন রূপে হানা দিয়েছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং ভয়ানক হয়ে উঠছে।
advertisement
advertisement
দিল্লি AIIMS-এর মাইক্রোবায়োলজির প্রাক্তন HOD তথা বর্তমানে NIMS (National Institute of Medical Sciences), জয়পুর-এর ডিন ও গবেষক চিকিৎসক রাম চৌধুরী জানান, '' মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধগুলির মধ্যে একটি হল অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। কোভিড মহামারীর সময় অতিরিক্ত অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন কম-বেশি সকলেই। ফলে সম্ভবত মানব-দেহে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বৃদ্ধি পেয়েছে।
advertisement