Child Heart Attack Symptoms: টিফিন খেতে বসে 'মাল্টিপল' হার্ট অ্যাটাকে মৃত্যু ৯-এর মেয়ের, শিশুদের হৃদরোগের লক্ষণ কী কী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Child Heart Attack Symptoms: এক মর্মান্তিক ঘটনায়, রাজস্থানের ৯ বছর বয়সি এক শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানা যায় কয়েকদিন আগেই। শিশুদের হার্টে কী ধরনের সমস্যা হতে পারে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভাইরাসের সংক্রমণ হলে যেমন জ্বর হয়, এই শিশুদের অনেকটা সেই ধরনের জ্বর আসে। সঙ্গে গা ব্যথা হয়। এর পাশাপাশি, চোখ ও জিভ ভীষণ লাল হয়ে যায়। রিউম্যাটিক হার্ট ডিজিজও হতে পারে। চিকিৎসক জানাচ্ছেন, হৃদপিণ্ডের সমস্যার ফলে এই রোগ হয়। এই রোগেরও প্রাথমিক লক্ষণ জ্বর, গা ব্যথা। সঙ্গে হাঁপানি। এই রোগটিই বর্তমানে শিশুদের মধ্যে বেশি হচ্ছে।
advertisement