Child Care Tips: সদ্যোজাত সন্তানের মুখে মধু দেওয়া উচিত? লোকের কথায় না, বিশেষজ্ঞের মত জানুন

Last Updated:
Child Care Tips: মধু দিলে কি সত্যিই বাচ্চার মুখে চলে মিষ্টি কথার ফুলঝুরি? বা এর থেকে আদৌ কোনও স্বাস্থ্য উপকারিতা মেলে? নাকি উল্টে সদ্যোজাতের স্বাস্থ্যের জন‍্য ক্ষতিকারণ?
1/6
ভারতীয় সমাজে জন্মের পরই সদ্যোজাত শিশুর মুখে মধু ছোঁয়ানোর চল রয়েছে। মনে করা হয়, সদ্যোজাতের মুখে মধু দিলে সে শুধুই মিষ্টি মিষ্টি কথা বলবে।
ভারতীয় সমাজে জন্মের পরই সদ্যোজাত শিশুর মুখে মধু ছোঁয়ানোর চল রয়েছে। মনে করা হয়, সদ্যোজাতের মুখে মধু দিলে সে শুধুই মিষ্টি মিষ্টি কথা বলবে।
advertisement
2/6
সেই কারণে দিদিমা-ঠাকুমারা বাচ্চার মুখে মধু ছুঁইয়ে থাকেন। যুগ যুগ ধরে ভারতীয় পরিবারে এমন রীতি চলে আসছে।
সেই কারণে দিদিমা-ঠাকুমারা বাচ্চার মুখে মধু ছুঁইয়ে থাকেন। যুগ যুগ ধরে ভারতীয় পরিবারে এমন রীতি চলে আসছে।
advertisement
3/6
তবে প্রশ্ন হল, মধু দিলে কি সত্যিই বাচ্চার মুখে চলে মিষ্টি কথার ফুলঝুরি? বা এর থেকে আদৌ কোনও স্বাস্থ্য উপকারিতা মেলে? নাকি উল্টে সদ্যোজাতের স্বাস্থ্যের জন‍্য ক্ষতিকারণ?
তবে প্রশ্ন হল, মধু দিলে কি সত্যিই বাচ্চার মুখে চলে মিষ্টি কথার ফুলঝুরি? বা এর থেকে আদৌ কোনও স্বাস্থ্য উপকারিতা মেলে? নাকি উল্টে সদ্যোজাতের স্বাস্থ্যের জন‍্য ক্ষতিকারণ?
advertisement
4/6
সদ্যোজাতের মুখে মধু দিতে বারণ করে থাকেন চিকিৎসকেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সদ্যোজাতকে প্রথম ছয় মাস শুধুমাত্র স্তন্যপান করানো যাবে। এমনকী জলও খাওয়ানো যাবে না।
সদ্যোজাতের মুখে মধু দিতে বারণ করে থাকেন চিকিৎসকেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সদ্যোজাতকে প্রথম ছয় মাস শুধুমাত্র স্তন্যপান করানো যাবে। এমনকী জলও খাওয়ানো যাবে না।
advertisement
5/6
আসলে মধুর মধ্যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক এক রকমের জীবাণু থাকতে পারে অনেকসময়। এই জীবাণু মধুর মাধ্যমে সদ্যোজাতের শরীরে প্রবেশ করলে প্রাণঘাতী রোগটি হতে পারে।
আসলে মধুর মধ্যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক এক রকমের জীবাণু থাকতে পারে অনেকসময়। এই জীবাণু মধুর মাধ্যমে সদ্যোজাতের শরীরে প্রবেশ করলে প্রাণঘাতী রোগটি হতে পারে।
advertisement
6/6
সদ্যোজাতের মুখে মধু ছোঁয়ালে কোনও লাভ হয় না। শিশু নিউরোলজিস্ট ডা. শিল্পার কথায়, ‘সদ্যোজাত বাচ্চারা বোটুলিজম রোগে আক্রান্ত হয়। ১ বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাদের মধু না খাওয়ানোই উচিত।’ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
সদ্যোজাতের মুখে মধু ছোঁয়ালে কোনও লাভ হয় না। শিশু নিউরোলজিস্ট ডা. শিল্পার কথায়, ‘সদ্যোজাত বাচ্চারা বোটুলিজম রোগে আক্রান্ত হয়। ১ বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাদের মধু না খাওয়ানোই উচিত।’ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
advertisement
advertisement
advertisement