Chicken Pox: দাঁত-নখ বার করেছে 'চিকেন পক্স', সস্তার এই সবজি ঘায়েল করবে যন্ত্রণাদায়ক রোগকে, আজ থেকেই খাওয়া শুরু করুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শীত শেষে আসছে বসন্ত! ঋতু পরিবর্তনের সময় জ্বর-সর্দি-কাশি লেগেই থাকে। কিন্তু মার্চ-এপ্রিল নাগাদ আরেকটা কষ্টকর অসুখের ভয় থাকে। চিকেন পক্স। মারাত্মক ছোঁয়াদে এই অসুখ ছড়ায় ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস।
advertisement
শিশুদের এই অসুখ থেকে বাঁচতে ভ্যাকসিন দেওয়া হয়। তবে, ভ্যাকসিন নেওয়া থাকলেও বায়ুবাহিত এই অসুখ হতে পারে। বড়দের বেশিরভাগের-ই চিকেন পক্সের ভ্যাকসিন নেওয়া নেই। তাই আগে থেকেই সাবধান হন। যাঁদের ইতিমধ্যেই চিকেন পক্স হয়েছে, তাঁদের আবার-ও বায়ুবাহিত এই অসুখ হতে পারে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে গ্রাম বাংলার সাধারণ একটি সবজি চিকেন পক্স রুখে দেওয়ার ক্ষমতা রাখে
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, সজনে ডাঁটা বায়ুবাহিত নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। সজনে ডাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে, ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ে। এই ডাঁটায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য যা সংক্রামক রোগ ঠেকিয়ে রাখে। এতে থাকে ফাইবার যা পেটের সমস্যা দূরে রাখে। থাকে নায়াসিন, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি১২-এর মতো ভিটামিন বি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
