ভাবছেন এ আবার কেমন খবর ৷ পাতা খেলে যৌবন থাকবে অটুট ! অবাক হওয়ার কিছু নেই, আমাদের প্রকৃতির ঢেলে দিয়েছে এমন অনেক কিছু যা দিয়ে সুস্থ থাকা খুবই সহজ হয়ে যায় ৷ আর যা পাওয়া একেবারেই কঠিন নয় ৷ photo source collected
2/ 5
পেটের রোগে যারা নিয়মিত ভোগেন, তারা রোজ থানকুনি পাতা খান ৷ সকাল বেলা খালি পেটে কয়েকটা থানকুনি পাতা চিবিয়ে খেলে ভাল ফল পাবেন ৷photo source collected
3/ 5
আলসার, এগজিমা, হাঁপানি নানা চর্মরোগ দূর করতে থানকুনি পাতা নিয়মিত খাওয়া উচিত ৷photo source collected
4/ 5
যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাদের জন্য মহৌষধি হতে পারে থানকুনি পাতা। ডায়াবেটিস রোগীরা দিনে দু’বার থানকুনির রস খেলে কার্যকরী ফল পাবেন।photo source collected
5/ 5
তবে যৌবন ধরে রাখতে এবং যৌন ক্ষমতা বাড়াতেও থানকুনি পাতার জুরি মেলা ভার। প্রতিদিন সকালে একগ্লাস দুধে ৫ থেকে ৬ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খান। মাত্র সাত দিনেই ফিরে আসবে যৌবন। ফের আপনিই হবেন সেরার সেরা। photo source collected