‌পুজোয় থাকা খাওয়ার এলাহি আয়োজনে তাজ বেঙ্গলে, দেখে নিন বিস্তারিত

Last Updated:
পুজো এসে গিয়েছে। পুজোর ক’টাদিন কাটিয়ে আসতেই পারেন শহরে তাজের দুই পাঁচতারা হোটেলে।
1/7
• তাজ বেঙ্গলে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে পুজোর বিশেষ উৎসব। পাঁচতারা হোটেলের সব কটি রেস্তোরাঁতেই থাকবে বিশেষ আয়োজন।
• তাজ বেঙ্গলে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে পুজোর বিশেষ উৎসব। পাঁচতারা হোটেলের সব কটি রেস্তোরাঁতেই থাকবে বিশেষ আয়োজন।
advertisement
2/7
• SONARGAON- এই রেস্তোরাঁয় থাকছে দুর্গাপুজো উপলক্ষে আমিষ, নিরামিষ ও সি ফুডের বিশেষ থালি। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। নিরামিষ থালির খরচ ২৪০০+‌ ট্যাক্স। আমিষ থালির খরচ ২৯০০+‌ ট্যাক্স। মাছ ও সিফুড থালির খরচ ৩২০০+‌ট্যাক্স।
• SONARGAON- এই রেস্তোরাঁয় থাকছে দুর্গাপুজো উপলক্ষে আমিষ, নিরামিষ ও সি ফুডের বিশেষ থালি। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। নিরামিষ থালির খরচ ২৪০০+‌ ট্যাক্স। আমিষ থালির খরচ ২৯০০+‌ ট্যাক্স। মাছ ও সিফুড থালির খরচ ৩২০০+‌ট্যাক্স।
advertisement
3/7
 • CAL-27 – এখানেও থাকছে আকর্ষণীয় মেনু। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।
• CAL-27 – এখানেও থাকছে আকর্ষণীয় মেনু। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।
advertisement
4/7
 • CHINOISERIE– Sichuan & Canton খাবারের অথেন্টিক ফ্লেবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।
• CHINOISERIE– Sichuan & Canton খাবারের অথেন্টিক ফ্লেবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। দুপুর ১২.‌৩০ থেকে ৩.‌৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।
advertisement
5/7
• PUJO STAYCATIONS–এর সুবিধা এবার থাকছে। পুজোর কটাদিন যদি তাজ বেঙ্গলের মতো রাজকীয় ভাবে থাকতে চান, তাহলে এখানে থাকতেই পারেন। পুজো কাটাতে পারেন এখানে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে। খরচ পড়বে প্রতি দু’‌জনে ৭০০০ টাকা।
• PUJO STAYCATIONS–এর সুবিধা এবার থাকছে। পুজোর কটাদিন যদি তাজ বেঙ্গলের মতো রাজকীয় ভাবে থাকতে চান, তাহলে এখানে থাকতেই পারেন। পুজো কাটাতে পারেন এখানে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে। খরচ পড়বে প্রতি দু’‌জনে ৭০০০ টাকা।
advertisement
6/7
• তাজ বেঙ্গলের VIVANTA KOLKATA–তেও থাকছে বিশেষ পুজোর ব্যবস্থা। ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্য MYNT- ব্যাফেতে পাওয়া যাবে আকর্ষণীয় খাবার। সময় দুপুর ১২.‌৩০ থেকে ১৬.‌০০। আর ডিনারের সময় ১৯.‌৩০ থেকে ০০.‌০০ পর্যন্ত। খরচ হবে ১২৪৯ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।
• তাজ বেঙ্গলের VIVANTA KOLKATA–তেও থাকছে বিশেষ পুজোর ব্যবস্থা। ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্য MYNT- ব্যাফেতে পাওয়া যাবে আকর্ষণীয় খাবার। সময় দুপুর ১২.‌৩০ থেকে ১৬.‌০০। আর ডিনারের সময় ১৯.‌৩০ থেকে ০০.‌০০ পর্যন্ত। খরচ হবে ১২৪৯ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।
advertisement
7/7
• PUJO STAYCATIONS— ই এম বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলে থাকতে পারেন আপনিও। পুজোর কটাদিন এখানে কাটাতে চাইলে রাত পিছু খরচ করতে হবে ৬৭৫০ টাকা। থাকতে পারবেন দু’‌জনে।
• PUJO STAYCATIONS— ই এম বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলে থাকতে পারেন আপনিও। পুজোর কটাদিন এখানে কাটাতে চাইলে রাত পিছু খরচ করতে হবে ৬৭৫০ টাকা। থাকতে পারবেন দু’‌জনে।
advertisement
advertisement
advertisement