

• তাজ বেঙ্গলে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে পুজোর বিশেষ উৎসব। পাঁচতারা হোটেলের সব কটি রেস্তোরাঁতেই থাকবে বিশেষ আয়োজন।


• SONARGAON- এই রেস্তোরাঁয় থাকছে দুর্গাপুজো উপলক্ষে আমিষ, নিরামিষ ও সি ফুডের বিশেষ থালি। দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। নিরামিষ থালির খরচ ২৪০০+ ট্যাক্স। আমিষ থালির খরচ ২৯০০+ ট্যাক্স। মাছ ও সিফুড থালির খরচ ৩২০০+ট্যাক্স।


•CAL-27– এখানেও থাকছে আকর্ষণীয় মেনু। দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।


• CHINOISERIE– Sichuan & Canton খাবারের অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত থাকছে লাঞ্চ আর রাত সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে ডিনার। দাম মেনু মাফিক।


• PUJO STAYCATIONS–এর সুবিধা এবার থাকছে। পুজোর ক’টা দিন যদি তাজ বেঙ্গলের মতো জায়গায় রাজকীয় ভাবে থাকতে চান, তাহলে এখানে থাকতেই পারেন। পুজো কাটাতে পারেন এখানে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে। খরচ পড়বে প্রতি কাপল ৭০০০ টাকা।


• তাজ বেঙ্গলের পাশাপাশি VIVANTA KOLKATA–তেও পুজোর দিনগুলিতে থাকছে বিশেষ ব্যবস্থা। ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্য MYNT- এর বুফে-তে পাওয়া যাবে আকর্ষণীয় খাবার। সময় দুপুর ১২.৩০ থেকে ১৬.০০। আর ডিনারের সময় ১৯.৩০ থেকে ০০.০০ পর্যন্ত। খরচ হবে ১২৪৯ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।