Cats: বিড়াল কেন মুখে করে মরা প্রাণী বাড়িতে নিয়ে আসে? কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মুখে করে মৃত প্রাণী নিয়ে এসেছে বিড়াল! যাঁদের বাড়িতে পোষা বিড়াল আছে, বা বাড়ির আশাপাশে বিড়াল থাকে, তাঁরা এই দৃশ্য দেখেননি হতে পারে না! কিন্তু কেন মুখে করে মৃত প্রাণী নিয়ে আসে বিড়াল? কারণ জানলে অবাক হবেন--
advertisement
মাঝেমধ্যেই দেখা যায় বিড়াল মুখে করে মরা পাখি, মরা ইঁদুর বা অন্য কোনও মৃত ছোট প্রাণী মুখে করে বাড়িতে নিয়ে এসেছে। গবেষকরা বলছে, বিড়ালের এই আচরণের নেপথ্যে রয়েছে কারণ। বিড়াল জন্মগত ভাবে শিকারী প্রাণী। বিবর্তনের সঙ্গে বিড়াল গৃহপালিত পশু হলেও তাদের শিকারী স্বভাবটি প্রচ্ছন্ন ভাবে থেকেই যায়। তাই তারা সুযোগ পেলেই ইঁদুর, পাখি ইত্যাদি ছোট প্রাণী শিকার করে এবং তা বাড়িতে এনে খায় বা তার ছানাদের খাওয়ায়।
advertisement
কোনও কারণে যদি শিকার করার পরে তখনই না খায়, তাহলেও সে শিকার ছেড়ে আসে না, সেটি মুখে করে বাড়িতে নিয়ে আসে পরে খাবে বলে।
advertisement