Cancer: শুধুমাত্র রোগ নয়, গোটা শরীরের চিকিৎসা; ক্যানসারের চিকিৎসায় ইন্টিগ্রেটিভ সায়েন্সের ভবিষ্যৎটা ঠিক কেমন? শুনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
The Future of Integrative Science in Cancer Care: এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি ভাগ করে নিলেন সিকে বিড়লা হাসপাতালের আর্ট অফ হিলিং ক্যানসার এবং ডিরেক্টর অঙ্কোলজির চিফ মেন্টর ডায় মনদীপ সিং মালহোত্রা (Dr. Mandeep Singh Malhotra, Chief Mentor: Art of Healing Cancer and Director Oncology, CK Birla Hospital)।
advertisement
ক্যানসার শুধুমাত্র একটা মেডিক্যাল ডায়াগনোসিসই নয়। এটা আসলে শারীরিক, মানসিক এবং সংবেদনশীল জটিলতা বিশিষ্ট একটি জটিল অসুখ। এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি ভাগ করে নিলেন সিকে বিড়লা হাসপাতালের আর্ট অফ হিলিং ক্যানসার এবং ডিরেক্টর অঙ্কোলজির চিফ মেন্টর ডায় মনদীপ সিং মালহোত্রা (Dr. Mandeep Singh Malhotra, Chief Mentor: Art of Healing Cancer and Director Oncology, CK Birla Hospital)। Representative Image
advertisement
পরস্পর নির্ভরশীল কারণগুলি- যে কোনও কারও ক্যানসার হতে পারে। যদিও এই রোগের একটি শারীরবৃত্তীয় ভিত্তি রয়েছে। মানসিক এবং পরিবেশগত কারণগুলিও এর সূত্রপাতের ক্ষেত্রে অবদান রাখতে পারে। ক্যানসারে আক্রান্ত রোগীর একাধিক ধরনের চিকিৎসার প্রয়োজন হয়। ক্যানসার হল কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিস্থাপন নয়, পরিপূরক: নিউট্রাসিউটিক্যালের নমুনা এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার সম্ভাবনা: কারকিউমিন (হলুদে পাওয়া যায়): TP53 জিনকে আপরেগুলেট করে শরীরের মিউটেশন মেরামত প্রক্রিয়া উন্নত করে, যা ক্যানসারজনিত বৃদ্ধি রোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্ক ও ঘাড়ের ক্যানসার, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার এবং ওভারিয়ান ক্যানসারের জন্য উপযোগী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement