Cancer Risk Drug: ১৫০ টাকায় বানানো ওষুধ, বিক্রি হচ্ছে লাখ টাকায়, ক্যানসার কমানোর জাল ওষুধ কীভাবে ক্ষতি করে দিচ্ছে রোগীদের, মৃত্যু এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cancer Risk Fake Drug: নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান জানাচ্ছেন কিভাবে নকল ক্যানসারের ওষুধ রোগীদের ক্ষতি করে
কলকাতা: নকল ক্যানসারের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভাল-র বদলে হচ্ছে আরও খারাপ৷ যেতে পারে প্রাণও৷ আজকাল বাজারে ক্যানসারের নকল ওষুধে ছেয়ে গেছে। এই মাসেই দিল্লিতে ক্যানসারের নকল ওষুধের র‍্যাকেটের পর্দাফাঁস হয়েছিল। ডাক্তারদের মতে, এই ওষুধগুলি ক্যানসারের চিকিৎসায় রোগিকে ভাল করার বদলে তাঁকে আরও অসুস্থ করে তোলে৷ Photo- Representative
advertisement
পুলিশ দাবি করেছিল যে নকল ক্যান্সারের ওষুধ তৈরিতে মাত্র ১৫০ টাকা খরচ করা হচ্ছিল এবং এই ওষুধগুলি রোগীদের কাছে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। এর পর দিল্লিতে নকল ক্যানসারের ওষুধ বিক্রি হচ্ছে বলে প্রশ্ন উঠতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে দিল্লির ওষুধ নিয়ন্ত্রণ বিভাগও ব্যবস্থা নিতে শুরু করেছে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
ক্যানসারের ওষুধ শরীরে প্রবেশ করে ক্যানসারের কোষ ধ্বংস করে। যদি নকল ক্যানসারের ওষুধ শরীরে প্রবেশ করানো হয়, তাহলে সেগুলি সরাসরি কোনও ক্ষতি নাও করতে পারে, তবে ক্যানসারের কোষের উপর এর কোনও প্রভাব পড়বে না এবং ক্যানসার বাড়তেই থাকবে। এই অবস্থায় রোগীর অর্থ, সময় এবং চিকিৎসার মূল্যবান সময় অপচয় হবে এবং মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। রোগীদের ওষুধের ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। Photo- Representative
advertisement
advertisement