Cancer Fungus in King Tutankhamun Tomb: তুতানখামেনের সমাধিতে মিলল ক্যানসারের 'শত্রু' ফাঙ্গাস! মারণ রোগকে হারাতে বিশ্বকে চমকে দেওয়ার মতো আবিষ্কার...

Last Updated:
Cancer Fungus in King Tutankhamun Tomb: তুতানখামেনের সমাধি থেকে পাওয়া 'ফ্যারাওয়ের অভিশাপ' নামে পরিচিত ছত্রাক অ্যাসপারগিলাস ফ্লেভাস (Aspergillus flavus)-এ মিলল ক্যানসার ধ্বংসের উপাদান। গবেষণায় উঠে এসেছে, এই ছত্রাক থেকে তৈরি হওয়া যৌগ ভবিষ্যতে ক্যানসারের কার্যকর চিকিৎসা হতে পারে, বিস্তারিত জানুন...
1/13
প্রাচীন মিশরীয় কিংবদন্তিতে একটি বিখ্যাত কথা আছে—“ফ্যারাওয়ের অভিশাপ”। বলা হয়, কেউ যদি কোনো ফ্যারাওয়ের সমাধিতে প্রবেশ করে বা তার মমিকে বিরক্ত করে, তবে তার ওপর নেমে আসবে বিপদ বা মৃত্যু।
প্রাচীন মিশরীয় কিংবদন্তিতে একটি বিখ্যাত কথা আছে—“ফ্যারাওয়ের অভিশাপ”। বলা হয়, কেউ যদি কোনো ফ্যারাওয়ের সমাধিতে প্রবেশ করে বা তার মমিকে বিরক্ত করে, তবে তার ওপর নেমে আসবে বিপদ বা মৃত্যু।
advertisement
2/13
এই গল্প বিশেষভাবে আলোচনায় আসে ১৯২০-এর দশকে, যখন রাজা তুতানখামুনের সমাধি খোঁজ পায় একদল প্রত্নতত্ত্ববিদ। এরপর ওই দলের পৃষ্ঠপোষক লর্ড কার্নারভনসহ একাধিক ব্যক্তির রহস্যময় মৃত্যু ঘটে, যা অভিশাপের ধারণাকে আরও জোরালো করে তোলে।
এই গল্প বিশেষভাবে আলোচনায় আসে ১৯২০-এর দশকে, যখন রাজা তুতানখামুনের সমাধি খোঁজ পায় একদল প্রত্নতত্ত্ববিদ। এরপর ওই দলের পৃষ্ঠপোষক লর্ড কার্নারভনসহ একাধিক ব্যক্তির রহস্যময় মৃত্যু ঘটে, যা অভিশাপের ধারণাকে আরও জোরালো করে তোলে।
advertisement
3/13
কিন্তু পরে গবেষকরা জানান, এই মৃত্যুর পেছনে একটি বিষাক্ত ফাঙ্গাসের (ছত্রাক) হাত ছিল—নাম Aspergillus flavus, যার সুপ্ত স্পোর বা জীবাণুসমূহ সেই সমাধির ভেতর বহু বছর ধরে ছিল।
কিন্তু পরে গবেষকরা জানান, এই মৃত্যুর পেছনে একটি বিষাক্ত ফাঙ্গাসের (ছত্রাক) হাত ছিল—নাম Aspergillus flavus, যার সুপ্ত স্পোর বা জীবাণুসমূহ সেই সমাধির ভেতর বহু বছর ধরে ছিল।
advertisement
4/13
শত বছর পরে সেই একই ফাঙ্গাস আবারও আলোচনায় এসেছে, কিন্তু এবার একটি আশার আলো নিয়ে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষণায় দেখা গেছে, এই ফাঙ্গাস ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে।
শত বছর পরে সেই একই ফাঙ্গাস আবারও আলোচনায় এসেছে, কিন্তু এবার একটি আশার আলো নিয়ে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষণায় দেখা গেছে, এই ফাঙ্গাস ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে।
advertisement
5/13
Nature Chemical Biology পত্রিকায় প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই প্রাচীন ছত্রাক
Nature Chemical Biology পত্রিকায় প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই প্রাচীন ছত্রাক "aspergimycins" নামে এমন কিছু উপাদান তৈরি করে, যেগুলো ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম।
advertisement
6/13
গবেষক শেরি গাও বলেন, “প্রকৃতি আমাদের একটি বিস্ময়কর ওষুধের ভাণ্ডার দিয়েছে। আমাদের কাজ এই গোপন সম্পদকে খুঁজে বের করা।” তিনি আরও বলেন, “যেভাবে ফাঙ্গাস থেকে পেনিসিলিন এসেছে, তেমনভাবেই আরও অনেক নতুন ওষুধ আমরা পেতে পারি।”
গবেষক শেরি গাও বলেন, “প্রকৃতি আমাদের একটি বিস্ময়কর ওষুধের ভাণ্ডার দিয়েছে। আমাদের কাজ এই গোপন সম্পদকে খুঁজে বের করা।” তিনি আরও বলেন, “যেভাবে ফাঙ্গাস থেকে পেনিসিলিন এসেছে, তেমনভাবেই আরও অনেক নতুন ওষুধ আমরা পেতে পারি।”
advertisement
7/13
গবেষকরা Aspergillus এর একাধিক প্রজাতির ওপর পরীক্ষা চালিয়ে এমন উপাদান আলাদা করেন, যেগুলো লিউকেমিয়া (রক্তের ক্যানসার) কোষের ওপর কার্যকরী ছিল, কোনও রকম পরিবর্তন ছাড়াই।
গবেষকরা Aspergillus এর একাধিক প্রজাতির ওপর পরীক্ষা চালিয়ে এমন উপাদান আলাদা করেন, যেগুলো লিউকেমিয়া (রক্তের ক্যানসার) কোষের ওপর কার্যকরী ছিল, কোনও রকম পরিবর্তন ছাড়াই।
advertisement
8/13
পরবর্তী গবেষণায় দেখা যায়, রাজমৌমাছির তৈরি রয়্যাল জেলি থেকে পাওয়া একটি যৌগ যুক্ত করলে এসব উপাদান আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কার্যকারিতার দিক থেকে এগুলো অনেকটা সাইটোঅ্যারাবিন বা ডানোরুবিসিন নামের কেমোথেরাপির ওষুধের সমতুল্য।
পরবর্তী গবেষণায় দেখা যায়, রাজমৌমাছির তৈরি রয়্যাল জেলি থেকে পাওয়া একটি যৌগ যুক্ত করলে এসব উপাদান আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কার্যকারিতার দিক থেকে এগুলো অনেকটা সাইটোঅ্যারাবিন বা ডানোরুবিসিন নামের কেমোথেরাপির ওষুধের সমতুল্য।
advertisement
9/13
গবেষণায় আরও জানা যায়, এসব অণু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় মাইক্রোটিউবুল গঠনে বাধা দেয়। এর ফলে ক্যানসার কোষ বেড়ে উঠতে পারে না।
গবেষণায় আরও জানা যায়, এসব অণু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় মাইক্রোটিউবুল গঠনে বাধা দেয়। এর ফলে ক্যানসার কোষ বেড়ে উঠতে পারে না।
advertisement
10/13
দলটি এমন একটি বিশেষ জিন (SLC46A3) শনাক্ত করেছে, যা ক্যানসার কোষে এই ওষুধ প্রবেশ করাতে সাহায্য করে। অন্য ছত্রাকেও একই ধরনের জিনের অস্তিত্ব পাওয়া গেছে, যা ভবিষ্যতে নতুন ওষুধের পথ খুলে দিতে পারে।
দলটি এমন একটি বিশেষ জিন (SLC46A3) শনাক্ত করেছে, যা ক্যানসার কোষে এই ওষুধ প্রবেশ করাতে সাহায্য করে। অন্য ছত্রাকেও একই ধরনের জিনের অস্তিত্ব পাওয়া গেছে, যা ভবিষ্যতে নতুন ওষুধের পথ খুলে দিতে পারে।
advertisement
11/13
গবেষক কিউইউ নি বলেন, “যদিও এখনো অল্প কয়েকটি উপাদান পাওয়া গেছে, তবে প্রায় সবকটিই অত্যন্ত কার্যকর।” তিনি আরও বলেন, “এটা এখনো একেবারে অনাবিষ্কৃত জগত, যেখানে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।”
গবেষক কিউইউ নি বলেন, “যদিও এখনো অল্প কয়েকটি উপাদান পাওয়া গেছে, তবে প্রায় সবকটিই অত্যন্ত কার্যকর।” তিনি আরও বলেন, “এটা এখনো একেবারে অনাবিষ্কৃত জগত, যেখানে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।”
advertisement
12/13
একসময় যা মৃত্যুর প্রতীক ছিল, সেই ফাঙ্গাস এখন চিকিৎসা বিজ্ঞানের নতুন আশার আলো হয়ে উঠতে পারে। “ফ্যারাওয়ের অভিশাপ” নামে কুখ্যাত এই জীবাণু হয়তো ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধে যুগান্তকারী ভূমিকা পালন করবে।
একসময় যা মৃত্যুর প্রতীক ছিল, সেই ফাঙ্গাস এখন চিকিৎসা বিজ্ঞানের নতুন আশার আলো হয়ে উঠতে পারে। “ফ্যারাওয়ের অভিশাপ” নামে কুখ্যাত এই জীবাণু হয়তো ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধে যুগান্তকারী ভূমিকা পালন করবে।
advertisement
13/13
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
advertisement
advertisement
advertisement