Cancer: দেশে তরুন প্রজন্মের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তদের সংখ্যা! ৭ উপায়ে ক্যানসারকে করুন জব্দ, অবহেলায় বিপদ বাড়বে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cancer: ডাক্তার জানিয়েছেন ৭টি সহজ অভ্যাস, যা তরুণদের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা জিনগত কারণ ছাড়িয়েও কার্যকর। জানুন বিস্তারিত...
advertisement
advertisement
advertisement
advertisement
জিনের বাইরেও অন্যান্য কারণ বিশেষজ্ঞের মতে, পারিবারিক ইতিহাস ছাড়াও অনেক কারণ ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, “শুধু জিন নয়, মাত্র ৫% থেকে ১০% ক্যানসার বংশগত মিউটেশনের কারণে হয়। অর্থাৎ প্রায় ৯৫% ক্যানসার নির্ভর করে আমরা কেমন জীবনযাপন করছি, আমাদের খাদ্যাভ্যাস, মানসিক চাপ, টক্সিন ও অজানা সংক্রমণের উপর। প্রায় ৩০% থেকে ৩৫% ক্যানসারজনিত মৃত্যু খাদ্যাভ্যাসের সাথে যুক্ত, ৩০% তামাক সেবনের কারণে এবং ১৫% থেকে ২০% দীর্ঘস্থায়ী সংক্রমণ, পরজীবী, ছত্রাক ও ভাইরাসের কারণে হয়, যা বহু বছর ধরে অজানা থেকে যায়।”
advertisement
advertisement
ক্যানসারের ঝুঁকি কমানোর উপায়: ড. চোপড়ার মতে, এই ঝুঁকিগুলোর অনেকটাই স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে কমানো সম্ভব। তিনি ৭টি অভ্যাসের কথা বলেছেন— অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, সম্পূর্ণ খাবারভিত্তিক ডায়েট গ্রহণ করুন—বেরি, শাকসবজি, অ্যাভোকাডো, বাদাম, বীজ, সম্পূর্ণ শস্য ইত্যাদি খাদ্যে রাখুন। ব্যায়াম করুন—প্রতিদিন ২০-৩০ মিনিট শরীরচর্চা করলে কোলেস্টেরল ও ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে।
advertisement
advertisement
ভালো ঘুম নিশ্চিত করুন—শরীরের মেরামতি, হরমোনের ভারসাম্য, হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। পরিষ্কার বাতাস নিন—দূষণ এড়াতে খারাপ এয়ার কোয়ালিটির সময় মাস্ক ব্যবহার করুন এবং ঘরের বাতাস পরিষ্কার রাখুন। প্রটেকটিভ হার্বস গ্রহণ করুন—খাদ্যাভ্যাসে এমন কিছু ভেষজ যোগ করুন, যা শরীরের সুরক্ষায় সহায়ক।
advertisement
advertisement