Cafes in Newtown: সবুজের মাঝে শান্তি! গল্ফ খেলার দৃশ্য দেখতে দেখতে কফি, নিউ টাউনের গলফ এরিনা ক্যাফে শহরের নতুন আকর্ষণ

Last Updated:
Cafes in Newtown: নিউ টাউনের ইকোপার্কে গেট ৬-এর কাছে অবস্থিত গলফ অ্যারিনা ক্যাফে এখন শহরের নয়া হটস্পট। সবুজ গলফ মাঠ, নৈসর্গিক পরিবেশ, সুস্বাদু খাবার ও শান্ত পরিবেশ—সব মিলিয়ে সপ্তাহান্তে সময় কাটানোর অন্যতম ঠিকানা
1/6
নিউ টাউনের ইকোপার্কে বেড়াতে এলে এখন শুধু প্রকৃতিই নয়, সঙ্গে মিলছে গলফের স্বাদ! উপরি পাওনা ক্যাফে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
নিউ টাউনের ইকোপার্কে বেড়াতে এলে এখন শুধু প্রকৃতিই নয়, সঙ্গে মিলছে গলফের স্বাদ! উপরি পাওনা ক্যাফে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
ইকোপার্কের ৬ নম্বর গেট এর কাছে অবস্থিত এই গলফ এরিনা ক্যাফে ধীরে ধীরে শহরের নতুন আকর্ষণ এর কেন্দ্র হয়ে উঠছে। সবুজের চাদরে মোড়া গলফ মাঠের পাশেই আছে ক্যাফে, যেখানে একসঙ্গে পাওয়া যায় নৈসর্গিক পরিবেশ, সুস্বাদু খাবার এবং নিঃশব্দ শান্তি
ইকোপার্কের ৬ নম্বর গেট এর কাছে অবস্থিত এই গলফ এরিনা ক্যাফে ধীরে ধীরে শহরের নতুন আকর্ষণ এর কেন্দ্র হয়ে উঠছে। সবুজের চাদরে মোড়া গলফ মাঠের পাশেই আছে ক্যাফে, যেখানে একসঙ্গে পাওয়া যায় নৈসর্গিক পরিবেশ, সুস্বাদু খাবার এবং নিঃশব্দ শান্তি
advertisement
3/6
সপ্তাহান্তে পার্কে থাকছে যথেষ্ট ভিড়। গলফ বলের টুকটুক শব্দ, খোলা আকাশের তলায় সবুজ ঘাসের গালিচায় স্পোর্টস এক্টিভিটির সঙ্গে ক্যাফেতে রয়েছে পছন্দ সই খাবারের সুযোগ। ফলে যাঁরা শহরের কোলাহল থেকে সামান্য সময়ের জন্য দূরে যেতে চান, তাঁদের জন্য এটি একটি অন্যতম ঠিকানা হয়ে উঠছে
সপ্তাহান্তে পার্কে থাকছে যথেষ্ট ভিড়। গলফ বলের টুকটুক শব্দ, খোলা আকাশের তলায় সবুজ ঘাসের গালিচায় স্পোর্টস এক্টিভিটির সঙ্গে ক্যাফেতে রয়েছে পছন্দ সই খাবারের সুযোগ। ফলে যাঁরা শহরের কোলাহল থেকে সামান্য সময়ের জন্য দূরে যেতে চান, তাঁদের জন্য এটি একটি অন্যতম ঠিকানা হয়ে উঠছে
advertisement
4/6
ক্যাফের অভ্যন্তরও সাজানো চোখ ধাঁধানো গলফ–থিমে। কাঠের টেক্সচার, সবুজের ছোঁয়া আর বড় কাঁচের জানালা সহ তৈরি হয়েছে এই আধুনিক থিম ক্যাফে। যেখান থেকে অনুশীলনরত গল্ফ খেলোয়ারদের খেলা দেখার সুযোগও রয়েছে
ক্যাফের অভ্যন্তরও সাজানো চোখ ধাঁধানো গলফ–থিমে। কাঠের টেক্সচার, সবুজের ছোঁয়া আর বড় কাঁচের জানালা সহ তৈরি হয়েছে এই আধুনিক থিম ক্যাফে। যেখান থেকে অনুশীলনরত গল্ফ খেলোয়ারদের খেলা দেখার সুযোগও রয়েছে
advertisement
5/6
সকালের প্রথম আলোয় ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যার নরম আলোয় চা পর্যন্ত নানা সময় ক্যাফেতে দেখা যাচ্ছে ভালই ভিড়। গলফার না হলেও এই ক্যাফেতে ঢোকায় কোনও বাধা নেই। সাধারণ ভ্রমণ প্রেমিরাও ইচ্ছে মতো সময় কাটাতে পারেন এই ঠিকানায়
সকালের প্রথম আলোয় ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যার নরম আলোয় চা পর্যন্ত নানা সময় ক্যাফেতে দেখা যাচ্ছে ভালই ভিড়। গলফার না হলেও এই ক্যাফেতে ঢোকায় কোনও বাধা নেই। সাধারণ ভ্রমণ প্রেমিরাও ইচ্ছে মতো সময় কাটাতে পারেন এই ঠিকানায়
advertisement
6/6
ভ্রমণ প্রেমীদের কথায়, ইকোপার্ক ঘুরতে এসে যদি একটু সময় ধরে নিরিবিলিতে বসতে চান, তাহলে গলফ এরিনা ক্যাফের মতো জায়গা নিউ টাউনে খুব কম। জন প্রতি ৫৯০ টাকায় পঞ্চাশ টি বল মিলছে এই গল্প খেলার জন্য, তাই অপেক্ষা না করে একবার ঢু মেরে আসতেই পারেন এই অভিনব থিম ক্যাফেতে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
ভ্রমণ প্রেমীদের কথায়, ইকোপার্ক ঘুরতে এসে যদি একটু সময় ধরে নিরিবিলিতে বসতে চান, তাহলে গলফ এরিনা ক্যাফের মতো জায়গা নিউ টাউনে খুব কম। জন প্রতি ৫৯০ টাকায় পঞ্চাশ টি বল মিলছে এই গল্প খেলার জন্য, তাই অপেক্ষা না করে একবার ঢু মেরে আসতেই পারেন এই অভিনব থিম ক্যাফেতে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement