Pocket Friendly Kanchenjunga Tour: চোখের সামনে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের অপরূপ সৌন্দর্য টানবে আপনাকে, পকেট থেকে কত খসবে? রইল হিসেব-নিকেশ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: এক নজরেই চোখের সামনে ভেসে উঠবে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সিকিমের পাহাড় সঙ্গে তিস্তার অপরূপ সৌন্দর্য, দার্জিলিং এর বুকে গুম্বাদ্বারা ভিউ পয়েন্টে পেয়ে যাবেন হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দ
টানা তিন মাস বর্ষার পর শরতের আগমনের সঙ্গে সঙ্গে মেঘেদের আড়ালে পাহাড়ের মাঝে উঁকি দিচ্ছে ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ সকলের মন ভাল করার মতো অপরূপ সেই কাঞ্চনজঙ্ঘা। দূর দূরান্ত থেকে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে উত্তরবঙ্গের পাহাড়ের রানি দার্জিলিংয়ে ভিড় জমায় প্রচুর পর্যটক। এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেশ-বিদেশ থেকে আশা পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে দার্জিলিং। (সুজয় ঘোষ)
advertisement
advertisement
advertisement
বর্তমানে পাহাড়ের বিভিন্ন গ্রামে রাস্তার ধারে কোন এক অচেনা ভিউ পয়েন্টে টেলিস্কোপ হাতে পর্যটকদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে স্থানীয়রা। হালকা মেঘ সড়তেই কাঞ্চনজঙ্ঘাকে হাতের নাগালে পর্যটকদের কাছে তুলে ধরতে মাত্র স্বল্প টাকার বিনিময়ে টেলিস্কোপ এর সাহায্যে প্রত্যেকটি অংশকে কাছ থেকে দেখানো হয় এবং তার সম্বন্ধে বর্ণনাও দেওয়া হয়।
advertisement
তাহলে আর দেরি কেন শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় এক নজরে দেখে ফেলুন উত্তরবঙ্গসহ সিকিমের বেশ কিছু পাহাড়। দার্জিলিং এর বুকে এই গুম্বাদাড়া ভিউ পয়েন্টে গেলেই দেখতে পাবেন কিছু স্থানীয় বাসিন্দা টেলিস্কোপ হতে দাঁড়িয়ে রয়েছে। একবার সেই টেলিস্কোপে চোখ রাখতেই চোখের সামনে দাঁড়িয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সিকিমের নামচি সহ পাহাড়ি খরস্রোতা নদী তিস্তার অপরূপ সৌন্দর্য।