sexual health: যৌনসঙ্গমের সময় লম্বালম্বি ভেঙে গেল যুবকের যৌনাঙ্গ ! চিকিৎসাবিজ্ঞানে বিরল

Last Updated:
যৌনসঙ্গমের সময় পুরুষের যৌনাঙ্গ (penis) ভেঙে যাওয়ার ঘটনা আগেও শোনা গিয়েছে। কিন্তু ৪০ বছর বয়সী ব্রিটিশ যুবকের সঙ্গে যা হয়েছে তা সত্যিই অবাক করে।
1/5
যৌনসঙ্গমের সময় পুরুষের যৌনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা আগেও শোনা গিয়েছে। কিন্তু ৪০ বছর বয়সী ব্রিটিশ যুবকের সঙ্গে যা হয়েছে তা সত্যিই অবাক করে। photo source collected
যৌনসঙ্গমের সময় পুরুষের যৌনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা আগেও শোনা গিয়েছে। কিন্তু ৪০ বছর বয়সী ব্রিটিশ যুবকের সঙ্গে যা হয়েছে তা সত্যিই অবাক করে। photo source collected
advertisement
2/5
জানা গিয়েছে সঙ্গমের সময় ওই ব্যক্তির যৌনাঙ্গ লম্বালম্বি অর্থাৎ ভার্টিক্যালি ভেঙে যায়। যা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথম বার ঘটল। photo source collected
জানা গিয়েছে সঙ্গমের সময় ওই ব্যক্তির যৌনাঙ্গ লম্বালম্বি অর্থাৎ ভার্টিক্যালি ভেঙে যায়। যা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথম বার ঘটল। photo source collected
advertisement
3/5
৪০ বছরের এই ব্রিটিশ নাগরিক জানান, সঙ্গমকালে তিনি হঠাৎই সামান্য ব্যথা অনুভব করেন। চিকিৎসকদের জানাতে, তাঁরা বেশ কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। আর তাতেই ধরা পড়ে এই বিরল সমস্যা।photo source collected
৪০ বছরের এই ব্রিটিশ নাগরিক জানান, সঙ্গমকালে তিনি হঠাৎই সামান্য ব্যথা অনুভব করেন। চিকিৎসকদের জানাতে, তাঁরা বেশ কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। আর তাতেই ধরা পড়ে এই বিরল সমস্যা।photo source collected
advertisement
4/5
পুরুষ যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। ভেঙে যাওয়া বলতে পেশি ছিঁড়ে যাওয়া। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সেই পেশির ছেঁড়ার অনুভূমিক ভাবেই ঘটে। এ ক্ষেত্রে পাশাপাশি তিনটি উল্লম্ব পেশি ছিঁড়ে গিয়েছে এই ব্রিটিশ ব্যক্তির।photo source collected
পুরুষ যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। ভেঙে যাওয়া বলতে পেশি ছিঁড়ে যাওয়া। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সেই পেশির ছেঁড়ার অনুভূমিক ভাবেই ঘটে। এ ক্ষেত্রে পাশাপাশি তিনটি উল্লম্ব পেশি ছিঁড়ে গিয়েছে এই ব্রিটিশ ব্যক্তির।photo source collected
advertisement
5/5
তবে একটি অপারেশনের পর ওই যুবক সুস্থ আছেন। আবার ৬ মাসের মধ্যেই তিনি সঙ্গমে লিপ্ত হতে পারবেন। photo source collected
তবে একটি অপারেশনের পর ওই যুবক সুস্থ আছেন। আবার ৬ মাসের মধ্যেই তিনি সঙ্গমে লিপ্ত হতে পারবেন। photo source collected
advertisement
advertisement
advertisement