Hina Khan Breast Cancer: স্তন ক্যানসারের ঝুঁকি কোন বয়সি মহিলাদের সবচেয়ে বেশি? শরীরে দেখা দেয় কী কী লক্ষণ...সতর্ক না হলে হতে পারে মৃত্যুও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট, নয়াদিল্লির গাইনেকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সারিকা গুপ্তা নিউজ 18 কে জানাচ্ছেন, স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে হওয়া সবচেয়ে পরিচিত ক্যান্সার। এই রোগে মহিলাদের স্তনের কোনও অংশের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, স্তনে টিউমার দেখা দেয়, যা থেকে ক্যান্সার ধীরে ধীরে ছড়ায় বাহুমূল, গলা ইত্যাদির লিম্ফ নোডে।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, স্তন ক্যান্সার মহিলাদের বেশি প্রভাবিত করে, তবে পুরুষরাও এই রোগের শিকার হতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হন। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, সঠিক সময়ে রোগ ধরা পড়লে তার পূর্ণ চিকিৎসা করাও সম্ভব হয়৷ এই রোগ প্রতিরোধের একটাই উপায়, তা হল স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা৷
advertisement
রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট, নয়াদিল্লির গাইনেকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সারিকা গুপ্তা নিউজ 18 কে জানাচ্ছেন, স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে হওয়া সবচেয়ে পরিচিত ক্যান্সার। এই রোগে মহিলাদের স্তনের কোনও অংশের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, স্তনে টিউমার দেখা দেয়, যা থেকে ক্যান্সার ধীরে ধীরে ছড়ায় বাহুমূল, গলা ইত্যাদির লিম্ফ নোডে।
advertisement
advertisement
এখন প্রশ্ন, কোন বয়সে স্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি? চিকিৎসকদের মতে, ভারতে ৪০ থেকে ৪৫ বছর বয়সের পর থেকে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে, সব মহিলাদেরই প্রতি ৬ মাস অন্তর ক্যান্সারের জন্য চিকিৎসকের কাছ থেকে বা নিকটবর্তী কোনও ক্লিনিকে গিয়ে ব্রেস্ট চেক আপ বা স্ক্রিনিং করানো উচিত৷ যাতে তাঁরা এই মারাত্মক রোগ সহজেই এড়াতে পারেন।
advertisement
স্তনের কোথাও কোনও লাম্প বা দলা অনুভব করছেন কি না, স্তনবৃন্তের আকার-দিক ইত্যাদি ঠিক আছে কি না, স্তনের কোথাও ব্যথা অনুভব করছেন কি না, স্তনের কোনও অংশে ঘা-ফুসকুড়ি বা চুলকানির দীর্ঘ সমস্যা হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এছাড়া, স্তনবৃন্ত দিয়ে রক্ত বা পুঁজ বা অন্য কোনও সন্দেহজনক ডিসচার্জ দেখলেই তা সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানানো উচিত৷ এছাড়া, বাহুমূলে লাম্প বা দলা, ব্যথা ইত্যাদিও একেবারেই এড়িয়ে যাওয়ার নয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
স্তন ক্যান্সারের চিকিৎসা কী? ডাঃ সারিকা বলেন, রোগীর অবস্থা এবং ক্যান্সারের স্টেজ অনুযায়ী স্তন ক্যান্সারের চিকিৎসা করানো হয়। অনেক সময় অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সার কোষ অপসারণ করা হয়, আবার অনেক রোগীকে এর জন্য কেমোথেরাপির আশ্রয় নিতে হয়। কেউ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমনকি শেষ পর্যায়ে চিকিৎসার মাধ্যমে উপশম পাওয়া গেলেও মৃত্যুর আশঙ্কা থাকে।