Brain Dead Causes: অতি সাধারণ কিন্তু ভয়ঙ্কর এই ৩ জিনিসই আপনার মস্তিষ্কের শত্রু! সতর্ক না হলে অকালেই ব্রেন হতে পারে 'ডেড'...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Brain Dead Causes: নিউরোসায়েন্টিস্ট জানিয়েছেন, আমাদের ঘরের তিনটি জিনিস ব্রেনের মারাত্মক ক্ষতি করছে। এগুলো থেকে নির্গত রাসায়নিক মস্তিষ্কের কোষ ধ্বংস করছে, যা ডিমেনশিয়া ও আলঝেইমারের ঝুঁকি বাড়ায়। বিস্তারিত জানুন...
advertisement
নিউরোসায়েন্স বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের এই ক্ষয় অনেক সময় আমাদের নিজ ঘরেই শুরু হয়—আর আমরা তা বুঝতেও পারি না। এই প্রসঙ্গে বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট রবার্ট লভ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আমাদের বাড়িতেই এমন কিছু সাধারণ বস্তু রয়েছে, যেগুলো ধীরে ধীরে আমাদের ব্রেনের ক্ষতি করছে এবং এগুলোর কারণেই মস্তিষ্ক-সম্পর্কিত রোগ বাড়ছে।
advertisement
এয়ার ফ্রেশনার রবার্ট লভের মতে, বাজারচলতি বেশিরভাগ এয়ার ফ্রেশনারে থাকে ভয়ংকর ক্ষতিকারক কেমিক্যাল। এগুলোতে থাকা ফর্মালডিহাইড ও অন্যান্য ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড (VOCs) বাতাসে মিশে যায় এবং তা ফুসফুসের পাশাপাশি স্নায়ুতন্ত্রেও ক্ষতি করে। তার পরামর্শ, ঘরের দুর্গন্ধ দূর করতে প্রাকৃতিক উপায় যেমন বেকিং সোডা বা এসেনশিয়াল অয়েল ব্যবহার করা উচিত।
advertisement
সুগন্ধি মোমবাতি (সেন্টেড ক্যান্ডল) এরপর রয়েছে ঘরে ব্যবহৃত সুগন্ধি মোমবাতি। এগুলোর মধ্যে ব্যবহৃত প্যারাফিন ও কৃত্রিম সুগন্ধি জ্বালালে টলুইন ও অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা আমাদের নার্ভ সিস্টেমে ধ্বংসাত্মক প্রভাব ফেলে। লভের মতে, মোমবাতি ব্যবহার করতে হলে বীজ-ওয়াক্স বা মৌমাছির মোম দিয়ে তৈরি ক্যান্ডল এবং এতে প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল ব্যবহার করা উচিত।
advertisement
নন-স্টিক কুকওয়্যার সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটি প্রতিদিন ব্যবহার করা হয়, তা হলো নন-স্টিক প্যান বা তাওয়া। এগুলোর ওপর থাকা টেফলন কোটিং বেশি গরম হলে বা আঁচড় লাগলে তা থেকে বিষাক্ত কেমিক্যাল নির্গত হয়। এই কেমিক্যাল খাবারের মাধ্যমে শরীরে ঢুকে মস্তিষ্কের কোষগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই রবার্ট লভের পরামর্শ হলো—স্টেইনলেস স্টিল, সিরামিক বা টাইটেনিয়াম-এর কুকওয়্যার ব্যবহার করা।
advertisement
advertisement
advertisement
advertisement