Bolpur-Santiniketan Tourism: বাংলাদেশ ভবন থেকে হাসপাতাল, বিশ্বভারতীতে আসছে বড় বদল! পর্যটকদের পাশাপাশি এবার ব্যাপক সুবিধা পাবেন প্রাক্তনীরাও
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
লালমাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এবার এই বিশ্বভারতীতে একাধিক বদল হতে চলেছে। এমনটাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ।
লালমাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এবার এই বিশ্বভারতীতে একাধিক বদল হতে চলেছে। এমনটাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি জানান, এক মাসের মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আন্তজার্তিক বাংলাদেশ ভবনের যাদুঘর। এর পাশাপাশি আর কী কী হতে চলেছে বিশ্বভারতীতে? (ছবি ও তথ্য সৌভিক রায়)
advertisement
বিশ্বভারতীর একদম নিজস্ব পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতাল ও এন্ড্রুজ হাসপাতাল রয়েছে ৷ এই দু'টিতে আনুমানিক প্রায় ৮৫ লক্ষ টাকার যন্ত্রাংশ কেনা হয়েছে। তবে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে এই দু'টি হাসপাতালে প্রাক্তনী ও অবসরপ্রাপ্তদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তা পুনরায় আবার চালু করা হচ্ছে। একটি কমিটিও গঠন করা হয়েছে এই মর্মে।
advertisement
উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, এক বছরের মধ্যে পুরো বিশ্বভারতী সৌরশক্তি দ্বারা চালিত হবে। তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়াও, শান্তিনিকেতনে দমকল বিভাগের কাছে ও শ্রীনিকেতনে গাছের ঝরাপাতা মজুত করা হচ্ছে৷ তবে কী হবে এই ঝরা পাতায়! এই বিষয়ে জানা গেছে এ দিয়ে উন্নতমানের জৈব সার তৈরি করা হবে৷ এই সার বিশ্বভারতীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণে ব্যবহৃত হবে। বেশি পরিমাণে সেই সার তৈরি হলে তখন তা বাজারে বিক্রি করা হবে।
advertisement
advertisement
