শীতের সাজে লালের ছোঁয়া, শাড়িতে কাঁপাচ্ছেন তাবড় বলি নায়িকারা, আর আপনি? দেখে নিন

Last Updated:
বলিউডের তাবড় তারকা লাল শাড়িতেই মাত করে দিচ্ছেন। এক নজরে দেখে নেওয়া যাক কাজল থেকে জাহ্নবী কাপুর পর্যন্ত একঝাঁক নানা বয়সের তারকার স্টাইল স্টেটমেন্ট।
1/11
শীত মানেই উৎসব, শীত মানেই হুল্লোড়। গত কয়েক দিনে হু-হু করে নেমেছে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। উত্তরবঙ্গে আগে থেকেই শীতের পালে হাওয়া লেগেছে। ফলে বাঙালির উৎসবের মরশুম জমে গিয়েছে। আর ক’দিনের মধ্যেই আরও একবার শুরু হয়ে যাচ্ছে বিবাহ মরশুম। নিজের হোক বা পরের— বিয়ে মানেই সাজগোজ। নিজের বিয়ের সাজগোজ নিয়ে ভাবনা-চিন্তা তো অনেক দিন ধরেই হয়ে রয়েছে। কিন্তু অন্যের বিয়ের নিমন্ত্রণ হঠাৎ এসে পড়লেই কপালে ভাঁজ পড়ে যায়, কী পরে যাওয়া যায়, কেমন হবে সাজগোজ! সে ক্ষেত্রে শীত খুব উপযুক্ত সময়। ভারী পোশাক, জমকালো রঙ— কোনও কিছুই বেমানান লাগে না।
শীত মানেই উৎসব, শীত মানেই হুল্লোড়। গত কয়েক দিনে হু-হু করে নেমেছে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। উত্তরবঙ্গে আগে থেকেই শীতের পালে হাওয়া লেগেছে। ফলে বাঙালির উৎসবের মরশুম জমে গিয়েছে। আর ক’দিনের মধ্যেই আরও একবার শুরু হয়ে যাচ্ছে বিবাহ মরশুম। নিজের হোক বা পরের— বিয়ে মানেই সাজগোজ। নিজের বিয়ের সাজগোজ নিয়ে ভাবনা-চিন্তা তো অনেক দিন ধরেই হয়ে রয়েছে। কিন্তু অন্যের বিয়ের নিমন্ত্রণ হঠাৎ এসে পড়লেই কপালে ভাঁজ পড়ে যায়, কী পরে যাওয়া যায়, কেমন হবে সাজগোজ! সে ক্ষেত্রে শীত খুব উপযুক্ত সময়। ভারী পোশাক, জমকালো রঙ— কোনও কিছুই বেমানান লাগে না।
advertisement
2/11
তাই কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্দ্বিধায় অঙ্গে তুলে নেওয়া যেতে পারে একখানা লাল শাড়ি। তা বেনারসি হোক বা কোনও দক্ষিণী সিল্ক। আর শুধু বিয়ে বাড়িই বা কেন! অফিস পার্টি বা বন্ধুদের সঙ্গে নাইট-আউটেও অনায়াসে সঙ্গী করা যেতে পারে লাল শাড়ি, সেক্ষেত্রে ভারী জরিদার শাড়ির বদলে হালকা শাড়ি বাছাই ভাল। আবার দিনের বেলা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে লাল সুতির শাড়িকে, তা সে ওড়িশার হোক বা জয়পুরি অথবা, নিতান্ত বাংলার বেগমপুরি। আর এই ভাবনা শুধু বাঙালির নয়। বলিউডের তাবড় তারকা লাল শাড়িতেই মাত করে দিচ্ছেন। এক নজরে দেখে নেওয়া যাক কাজল থেকে জাহ্নবী কাপুর পর্যন্ত একঝাঁক নানা বয়সের তারকার স্টাইল স্টেটমেন্ট—
তাই কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্দ্বিধায় অঙ্গে তুলে নেওয়া যেতে পারে একখানা লাল শাড়ি। তা বেনারসি হোক বা কোনও দক্ষিণী সিল্ক। আর শুধু বিয়ে বাড়িই বা কেন! অফিস পার্টি বা বন্ধুদের সঙ্গে নাইট-আউটেও অনায়াসে সঙ্গী করা যেতে পারে লাল শাড়ি, সেক্ষেত্রে ভারী জরিদার শাড়ির বদলে হালকা শাড়ি বাছাই ভাল। আবার দিনের বেলা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে লাল সুতির শাড়িকে, তা সে ওড়িশার হোক বা জয়পুরি অথবা, নিতান্ত বাংলার বেগমপুরি। আর এই ভাবনা শুধু বাঙালির নয়। বলিউডের তাবড় তারকা লাল শাড়িতেই মাত করে দিচ্ছেন। এক নজরে দেখে নেওয়া যাক কাজল থেকে জাহ্নবী কাপুর পর্যন্ত একঝাঁক নানা বয়সের তারকার স্টাইল স্টেটমেন্ট—
advertisement
3/11
দীপিকা পাড়ুকোন: বিয়ের মরশুমের কথা যখন উঠল, তখন বেনারসি দিয়েই শুরু করা যাক। দীপিকা একটি লাল বেনারসি সিল্ক পরেছিলেন, আঁচল নিয়েছিলেন বাঁ হাতে খুলে। সারা শরীরে রুপোলি জরির ভরাট কাজ। ভারী কানবালা আর নেকলেসে জমকালো সাজেও কোথাও আড়ম্বর ধরা পড়ছে না। যেন হালকা হাওয়ার মতো সহজ।
দীপিকা পাড়ুকোন: বিয়ের মরশুমের কথা যখন উঠল, তখন বেনারসি দিয়েই শুরু করা যাক। দীপিকা একটি লাল বেনারসি সিল্ক পরেছিলেন, আঁচল নিয়েছিলেন বাঁ হাতে খুলে। সারা শরীরে রুপোলি জরির ভরাট কাজ। ভারী কানবালা আর নেকলেসে জমকালো সাজেও কোথাও আড়ম্বর ধরা পড়ছে না। যেন হালকা হাওয়ার মতো সহজ।
advertisement
4/11
বিদ্যা বালন: শাড়িতে ফ্লন্ট করতে সব থেকে বেশি ভালোবাসেন বিদ্যা। মাঝে মাঝেই বিয়ে বাড়ির মতো জমকালো সাজে ধরা পড়েন নায়িকা। লাল সিল্কের উপর জরি বোনা কল্কা আর চটালো আঁচল, পাড়। ঐতিহ্যবাহী সাজে বিদ্যা বেছে নেন মোটা বালা আর কাঁধ ছোঁয়া কানবালা। ঘাড়ের কাছে আলগা খোঁপা আর দুই ভ্রু-র মাঝখানে ছোট্ট টিপ যেন বিদ্যার মিষ্টি হাসিকে যথাযথ সঙ্গত করে।
বিদ্যা বালন: শাড়িতে ফ্লন্ট করতে সব থেকে বেশি ভালোবাসেন বিদ্যা। মাঝে মাঝেই বিয়ে বাড়ির মতো জমকালো সাজে ধরা পড়েন নায়িকা। লাল সিল্কের উপর জরি বোনা কল্কা আর চটালো আঁচল, পাড়। ঐতিহ্যবাহী সাজে বিদ্যা বেছে নেন মোটা বালা আর কাঁধ ছোঁয়া কানবালা। ঘাড়ের কাছে আলগা খোঁপা আর দুই ভ্রু-র মাঝখানে ছোট্ট টিপ যেন বিদ্যার মিষ্টি হাসিকে যথাযথ সঙ্গত করে।
advertisement
5/11
কাজল: মেঘবরণ কন্যার শরীর জুড়ে লালের রঙবাজি। শিফন শাড়ির উপর গোটা পাত্তি, ডোরির সঙ্গে মিলেমিশে যায় মুক্তোর কাজ। সঙ্গে জারদৌসি, সিক্যুইনের কাজে ঝলমল করে পাড়, আঁচল। কাজলও তাই শাড়ির সঙ্গে টিম-আপ করেন মুক্তো আর কুন্দনের ভারী চোকার। তবে এই শীতে কাজলের মতো স্লিভলেস ব্লাউজ পরতে না পারলে অবশ্যই একটা টার্টল নেক টি-শার্ট পরে দেখা যেতে পারে। কালোর উপর লাল দারুন মানাবে। বন্ধ গলা টি-র উপর আরও ঝলমল করবে ভারী নেকলেস।
কাজল: মেঘবরণ কন্যার শরীর জুড়ে লালের রঙবাজি। শিফন শাড়ির উপর গোটা পাত্তি, ডোরির সঙ্গে মিলেমিশে যায় মুক্তোর কাজ। সঙ্গে জারদৌসি, সিক্যুইনের কাজে ঝলমল করে পাড়, আঁচল। কাজলও তাই শাড়ির সঙ্গে টিম-আপ করেন মুক্তো আর কুন্দনের ভারী চোকার। তবে এই শীতে কাজলের মতো স্লিভলেস ব্লাউজ পরতে না পারলে অবশ্যই একটা টার্টল নেক টি-শার্ট পরে দেখা যেতে পারে। কালোর উপর লাল দারুন মানাবে। বন্ধ গলা টি-র উপর আরও ঝলমল করবে ভারী নেকলেস।
advertisement
6/11
আলিয়া ভাট: হালকা পাতলা লাল শাড়িটির উপর জালের মতো বিছিয়ে রয়েছে এম্ব্রয়ডারি। আলিয়ার বেছে নেওয়া এমন শাড়িটি নানা ভাবেই, নানা অনুষ্ঠানে পরা যেতে পারে। এই একটি শাড়িই বিয়ে বাড়িতে যেমন নজর কাড়তে পারে অতিথিদের, তেমনই আগুন ধরিয়ে দিতে পারে যে কোনও পার্টিতে। এই শাড়ির সঙ্গে হালকা হিরের গয়না যেমন ভাল লাগবে, তেমনই ভাল লাগবে কোনও স্টেটমেন্ট জুয়েলারি।
আলিয়া ভাট: হালকা পাতলা লাল শাড়িটির উপর জালের মতো বিছিয়ে রয়েছে এম্ব্রয়ডারি। আলিয়ার বেছে নেওয়া এমন শাড়িটি নানা ভাবেই, নানা অনুষ্ঠানে পরা যেতে পারে। এই একটি শাড়িই বিয়ে বাড়িতে যেমন নজর কাড়তে পারে অতিথিদের, তেমনই আগুন ধরিয়ে দিতে পারে যে কোনও পার্টিতে। এই শাড়ির সঙ্গে হালকা হিরের গয়না যেমন ভাল লাগবে, তেমনই ভাল লাগবে কোনও স্টেটমেন্ট জুয়েলারি।
advertisement
7/11
জাহ্নবী কাপুর: একেবারে নিরাভরণ জাহ্নবীর শরীরে জড়িয়ে নজর কাড়ে শিফন লাল শাড়ি। পাড়ের কাছে ভারী এম্ব্রয়ডারি। মানানসই ব্লাউজে রীতিমতো মোহময়ী শ্রী-তনয়া। এমন একটা শাড়ি যে কালোত্তীর্ণ, সে কথা বলার অপেক্ষা রাখে না। যে কোনও পার্টির মধ্যমণি হয়ে ওঠার জন্য শুধু শাড়িটুকুই যথেষ্ট।
জাহ্নবী কাপুর: একেবারে নিরাভরণ জাহ্নবীর শরীরে জড়িয়ে নজর কাড়ে শিফন লাল শাড়ি। পাড়ের কাছে ভারী এম্ব্রয়ডারি। মানানসই ব্লাউজে রীতিমতো মোহময়ী শ্রী-তনয়া। এমন একটা শাড়ি যে কালোত্তীর্ণ, সে কথা বলার অপেক্ষা রাখে না। যে কোনও পার্টির মধ্যমণি হয়ে ওঠার জন্য শুধু শাড়িটুকুই যথেষ্ট।
advertisement
8/11
শিল্পা শেঠি: শিল্পার লাল শাড়িটি সকলের থেকে আলাদা। আসলে প্রায় একটি লাল থানের উপর বিডসের কাজ করা রয়েছে শাড়ির পাড়ে। একেবারে ট্রাইবাল লুক দিতে শিল্পা এর সঙ্গে বেছে নিয়েছেন বিডসে কাজ করা চোলি। আর কানে রুপোর ভারী গয়না, যার মধ্যেও রয়েছে আদিবাসী ছাপ। মোহময় এই রূপ যে অন্যদের থেকে খানিকটা আলাদা করে দেবে শাড়ির মালকিনকে তা তো বোঝাই যাচ্ছে।
শিল্পা শেঠি: শিল্পার লাল শাড়িটি সকলের থেকে আলাদা। আসলে প্রায় একটি লাল থানের উপর বিডসের কাজ করা রয়েছে শাড়ির পাড়ে। একেবারে ট্রাইবাল লুক দিতে শিল্পা এর সঙ্গে বেছে নিয়েছেন বিডসে কাজ করা চোলি। আর কানে রুপোর ভারী গয়না, যার মধ্যেও রয়েছে আদিবাসী ছাপ। মোহময় এই রূপ যে অন্যদের থেকে খানিকটা আলাদা করে দেবে শাড়ির মালকিনকে তা তো বোঝাই যাচ্ছে।
advertisement
9/11
সোনাক্ষী সিনহা: লাল শিফনের রাফলড শাড়িতে স্মার্ট ও এলিগ্যান্ট লুকে ধরা দেন সোনাক্ষী। বন্ধুদের সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্য এই লুক একেবারে আদর্শ।
সোনাক্ষী সিনহা: লাল শিফনের রাফলড শাড়িতে স্মার্ট ও এলিগ্যান্ট লুকে ধরা দেন সোনাক্ষী। বন্ধুদের সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্য এই লুক একেবারে আদর্শ।
advertisement
10/11
পূজা হেগড়ে: একেবারে সাদামাটা একটি লাল একরঙা শাড়ি। তার সঙ্গে স্টেটমেন্ট করতে পূজা বেছে নেন একই রঙের একটি ব্রালেট। কানে কুন্দনের দুল আর খোলা ঝরনার মতো চুলে তৈরি হয়েছে মিষ্টি লুক। এই লুকে একটু পরিবর্তন আনতে চাইলে অনায়াসে ব্রালেটের বদলে বেছে নেওয়া যেতে পারে একটা মেটালিক জ্যাকেট। দিনের বেলার কোনও অনুষ্ঠানে গেলে মেটালিকের বদলে গায়ে চড়িয়ে নেওয়া যায় ডেনিম জ্যাকেটও। গয়নাতেও একটু অদল বদল করে নিতে হবে সে ক্ষেত্রে। কুন্দনের বদলে হ্যান্ডমেড কোনও দুল অনায়াসে টিম-আপ করা যেতে পারে।
পূজা হেগড়ে: একেবারে সাদামাটা একটি লাল একরঙা শাড়ি। তার সঙ্গে স্টেটমেন্ট করতে পূজা বেছে নেন একই রঙের একটি ব্রালেট। কানে কুন্দনের দুল আর খোলা ঝরনার মতো চুলে তৈরি হয়েছে মিষ্টি লুক। এই লুকে একটু পরিবর্তন আনতে চাইলে অনায়াসে ব্রালেটের বদলে বেছে নেওয়া যেতে পারে একটা মেটালিক জ্যাকেট। দিনের বেলার কোনও অনুষ্ঠানে গেলে মেটালিকের বদলে গায়ে চড়িয়ে নেওয়া যায় ডেনিম জ্যাকেটও। গয়নাতেও একটু অদল বদল করে নিতে হবে সে ক্ষেত্রে। কুন্দনের বদলে হ্যান্ডমেড কোনও দুল অনায়াসে টিম-আপ করা যেতে পারে।
advertisement
11/11
ক্যাটরিনা কাইফ: দিনের বেলা কোনও অনুষ্ঠানে যোগ দিতে গেলে সুতির শাড়ির বিকল্প নেই। হোক তা শীত কিংবা গ্রীষ্ম। ক্যাটরিনার মতো একটি ছাপা লাল সুতির শাড়ি আর পোলকি গয়নার স্নিগ্ধতায় মুগ্ধ হবেন সকলেই।
ক্যাটরিনা কাইফ: দিনের বেলা কোনও অনুষ্ঠানে যোগ দিতে গেলে সুতির শাড়ির বিকল্প নেই। হোক তা শীত কিংবা গ্রীষ্ম। ক্যাটরিনার মতো একটি ছাপা লাল সুতির শাড়ি আর পোলকি গয়নার স্নিগ্ধতায় মুগ্ধ হবেন সকলেই।
advertisement
advertisement
advertisement