ত্বকে ফুটে ওঠে কী কী লক্ষণ? রক্তে 'চিনি' বাড়লে নিজেই বুঝতে পারবেন...! আপনি কি 'ডায়াবেটিক'?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Diabetes: ডায়াবেটিসের লক্ষণ জানলে সমস্যাগুলো দ্রুত নির্ণয় এবং চিকিৎসা করা সহজ হয়। ডায়াবেটিসের লক্ষণ শরীরে বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে, এর মধ্যে ত্বকে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। কী ভাবে বুঝবেন আপনি ডায়াবেটিক?
advertisement
advertisement
ডায়াবেটিস একটি এমন অবস্থা যেখানে রক্তে চিনি দীর্ঘ সময় ধরে বেশি থাকে। এটি তখন হয় যখন অগ্ন্যাশয় যথেষ্ট ইনসুলিন উৎপন্ন করতে পারে না বা শরীর উৎপন্ন ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, ২০২২ সালে ১৮ বছর বা তার ঊর্ধ্বের ১৪% প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে ভুগেছেন।
advertisement
advertisement
advertisement
**ক্ষত সেরে উঠতে সময় লাগা:** হাই ব্লাড সুগার শরীরের ক্ষত ও কাটাছেঁড়া সারানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আপনি যদি দেখেন যে ছোটখাটো কাটা বা আঘাত সারতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে, তবে এটি হাই ব্লাড সুগারের একটি লক্ষণ হতে পারে। কারণ, উচ্চ গ্লুকোজ রক্তপ্রবাহ ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement