Blood Cancer in Youths: লাগামছাড়া জীবন, তরুণদের মধ্যেও হুরহুর করে বাড়ছে ব্লাড ক্যান্সার! কীভাবে বাঁচবেন? জানুন ডাক্তারের পরামর্শ...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Blood Cancer in Youths: ভারতে তরুণদের মধ্যে ব্লাড ক্যানসারের আশঙ্কাজনক বৃদ্ধি দেখা যাচ্ছে। দিল্লিতে প্রতি বছর AML ক্যানসারে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার যুবক। সময়মতো রোগ শনাক্ত না হলে প্রাণহানির সম্ভাবনা থাকে বলে জানাচ্ছেন চিকিৎসকরা...
এক সময় মনে করা হতো ক্যানসার মূলত বৃদ্ধদের রোগ, কিন্তু বর্তমানে তরুণরাও এই মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। জানলে অবাক হবেন, রাজধানী দিল্লিতেই প্রতি বছর একিউট মাইলয়েড লিউকেমিয়া (AML) নামক ব্লাড ক্যানসারের ৩০০০-র বেশি তরুণ রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এটি এক ধরনের আগ্রাসী ব্লাড ক্যানসার, যার সময়মতো চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, যেসব মানুষ আগের জীবনে কেমোথেরাপি বা রেডিয়েশন নিয়েছেন, তাদের মধ্যে AML হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই ক্ষেত্রে AML একটি সেকেন্ডারি ক্যানসার হিসেবে দেখা দেয়। রোগীদের অবস্থার ভিত্তিতে ‘ফিট’ ও ‘আনফিট’ শ্রেণিতে ভাগ করা হয়। ‘ফিট’ রোগীদের ক্ষেত্রে স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়, যা প্রায় ৫০% ক্ষেত্রেই সম্ভব।
advertisement
advertisement
বিশ্বজুড়ে AML ক্যানসারের চিকিৎসায় জেনেটিক টেস্ট ও টার্গেটেড মেডিসিন ব্যবহৃত হচ্ছে, যা কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু ভারতে এই সুবিধা এখনও সীমিত। টার্গেটেড ওষুধের দাম বেশি এবং জাতীয় স্বাস্থ্য প্রকল্পে এসব ওষুধ অন্তর্ভুক্ত নয়। এর ফলে ভারতে AML রোগীদের মধ্যে চিকিৎসা শুরু করার প্রথম ৩০ দিনের মধ্যেই ১৫-২০% মৃত্যুর ঘটনা ঘটে।
advertisement
advertisement
advertisement
