Blood Cancer Detection Test: ক্যানসার 'ক্যাচ' এবার আরও সহজ! অস্থিমজ্জা ছাড়াই ধরা পড়বে মারণ রোগ, চিকিৎসা ময়দানে বিরাট সাফল্য...

Last Updated:
Blood Cancer Detection Test: ইজরায়েল ও আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক নতুন রক্ত পরীক্ষা, যা যন্ত্রণাদায়ক অস্থিমজ্জা পরীক্ষার প্রয়োজন ছাড়াই ব্লাড ক্যানসার ও MDS-এর প্রাথমিক সঙ্কেত শনাক্ত করতে পারবে। এই পদ্ধতি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনতে পারে। বিস্তারিত জানুন...
1/9
ইজরায়েল ও আমেরিকার বিজ্ঞানীরা একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যা লিউকেমিয়া ও মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম (MDS)-এর প্রাথমিক ঝুঁকি সহজেই শনাক্ত করতে সক্ষম। এই গবেষণাটি 'নেচার মেডিসিন' নামক একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ইজরায়েল ও আমেরিকার বিজ্ঞানীরা একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যা লিউকেমিয়া ও মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম (MDS)-এর প্রাথমিক ঝুঁকি সহজেই শনাক্ত করতে সক্ষম। এই গবেষণাটি 'নেচার মেডিসিন' নামক একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
advertisement
2/9
এই নতুন রক্ত পরীক্ষার মাধ্যমে এমন ব্লাড ক্যানসার ধরা যাবে, যা এখন পর্যন্ত শুধুমাত্র বোন ম্যারো বা অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যেত। এই প্রক্রিয়া ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর। কিন্তু নতুন টেস্টটি অস্থিমজ্জা পরীক্ষার বিকল্প হয়ে উঠতে পারে।
এই নতুন রক্ত পরীক্ষার মাধ্যমে এমন ব্লাড ক্যানসার ধরা যাবে, যা এখন পর্যন্ত শুধুমাত্র বোন ম্যারো বা অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যেত। এই প্রক্রিয়া ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর। কিন্তু নতুন টেস্টটি অস্থিমজ্জা পরীক্ষার বিকল্প হয়ে উঠতে পারে।
advertisement
3/9
গবেষণায় দেখা গেছে, রক্তপ্রবাহে থাকা দুর্লভ স্টেম সেলগুলোই MDS-এর প্রাথমিক লক্ষণ দিতে পারে। অর্থাৎ একটি সাধারণ রক্তের নমুনা থেকেই এই মারাত্মক রোগের সংকেত পাওয়া যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, রক্তপ্রবাহে থাকা দুর্লভ স্টেম সেলগুলোই MDS-এর প্রাথমিক লক্ষণ দিতে পারে। অর্থাৎ একটি সাধারণ রক্তের নমুনা থেকেই এই মারাত্মক রোগের সংকেত পাওয়া যেতে পারে।
advertisement
4/9
এই গবেষণায় বিজ্ঞানীরা ব্যবহার করেছেন এক উন্নত প্রযুক্তি — সিঙ্গল-সেল জেনেটিক সিকোয়েন্সিং। এর মাধ্যমে তারা রক্তে থাকা প্রত্যেকটি স্টেম সেলের জিনগত তথ্য বিশ্লেষণ করতে পেরেছেন, যা থেকে দ্রুত রোগের উপস্থিতি ধরা পড়েছে।
এই গবেষণায় বিজ্ঞানীরা ব্যবহার করেছেন এক উন্নত প্রযুক্তি — সিঙ্গল-সেল জেনেটিক সিকোয়েন্সিং। এর মাধ্যমে তারা রক্তে থাকা প্রত্যেকটি স্টেম সেলের জিনগত তথ্য বিশ্লেষণ করতে পেরেছেন, যা থেকে দ্রুত রোগের উপস্থিতি ধরা পড়েছে।
advertisement
5/9
এই নতুন রক্ত পরীক্ষা শুধু MDS নয়, ভবিষ্যতে অন্যান্য বয়সজনিত রক্তজনিত রোগ যেমন অ্যানিমিয়া বা মাইলয়েড লিউকেমিয়ার প্রাথমিক চিহ্ন শনাক্ত করতেও সাহায্য করতে পারে বলে গবেষকদের মত।
এই নতুন রক্ত পরীক্ষা শুধু MDS নয়, ভবিষ্যতে অন্যান্য বয়সজনিত রক্তজনিত রোগ যেমন অ্যানিমিয়া বা মাইলয়েড লিউকেমিয়ার প্রাথমিক চিহ্ন শনাক্ত করতেও সাহায্য করতে পারে বলে গবেষকদের মত।
advertisement
6/9
গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে — এই স্টেম সেলগুলো মানুষের বয়স সম্পর্কেও ধারণা দেয়। এগুলো একপ্রকার ‘জৈবিক ঘড়ি’ (Biological Clock)-এর মতো কাজ করে।
গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে — এই স্টেম সেলগুলো মানুষের বয়স সম্পর্কেও ধারণা দেয়। এগুলো একপ্রকার ‘জৈবিক ঘড়ি’ (Biological Clock)-এর মতো কাজ করে।
advertisement
7/9
গবেষকরা দেখতে পেয়েছেন যে পুরুষদের স্টেম সেলে পরিবর্তন মেয়েদের তুলনায় অনেক আগে হয়, এবং এ কারণেই পুরুষদের মধ্যে ব্লাড ক্যানসারের প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়।
গবেষকরা দেখতে পেয়েছেন যে পুরুষদের স্টেম সেলে পরিবর্তন মেয়েদের তুলনায় অনেক আগে হয়, এবং এ কারণেই পুরুষদের মধ্যে ব্লাড ক্যানসারের প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়।
advertisement
8/9
ভীজমান ইনস্টিটিউটের গবেষক ড. নীলি ফিউরার জানান,
ভীজমান ইনস্টিটিউটের গবেষক ড. নীলি ফিউরার জানান, "এই কোষগুলো বয়সের সঙ্গে পরিবর্তিত হয় এবং পুরুষদের মধ্যে দ্রুত পরিবর্তন হয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।" এই রক্ত পরীক্ষা ভবিষ্যতে ব্লাড ক্যানসার নির্ণয়কে সহজ, কম বেদনাদায়ক এবং দ্রুততর করতে পারে। বর্তমানে এই পদ্ধতি নিয়ে বিশ্বের বিভিন্ন হাসপাতালে বৃহৎ পরিসরে ট্রায়াল চলছে।
advertisement
9/9
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
advertisement
advertisement
advertisement