Bitter Gourd (Karola) Side Effects: শরীরের দফারফা..! ভুলেও খেলে চোকাতে হবে 'চরম মূল্য'! করলা কাদের জন্য মারাত্বক? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bitter Gourd (Karola) Side Effects: আমরা সবাই জানি, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবুজ সবজিটি। কিন্তু কিছু সমস্যা আছে যেগুলিতে কিন্তু এর সেবন মারাত্মক ক্ষতিকর হতে পারে। চলুন জেনে নিই করলার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। কাদের খাওয়া উচিত নয় এই আপাত নিরীহ সবজিটি?
advertisement
advertisement
advertisement
Bitter Gourd (Karola) Side Effects: লাইফস্টাইল কোচ ও পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন,গুণে ভরপুর করলা কখনও কখনও আপনার জন্য ক্ষতিকর হতে পারে? কিছু মানুষ আছে যাদের জন্য করলা বিষের চেয়ে কিছু কম নয়। চলুন জেনে নেওয়া যাক কোন মানুষের জন্য এবং কোন সমস্যায় করলা সেবন ক্ষতিকর হতে পারে।
advertisement
Bitter Gourd (Karola) Side Effects: কম সুগার থাকা ব্যক্তিরা এড়িয়ে চলুন:আপনি যদি ডায়াবেটিক রোগী হন, তাহলে করলা আপনার জন্য খুবই উপকারী। আসলে করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খুবই সহায়ক। কিন্তু, আপনার যদি কম সুগার লেভেলের সমস্যা থাকে, তাহলে ভুল করেও করলা খাবেন না। কারণ এর কারণে রক্তে শর্করার মাত্রা ভয়ঙ্কর ভাবে কমে যেতে পারে। এছাড়াও, ডায়াবেটিসে এর অত্যধিক ব্যবহার হেমোলাইটিক অ্যানিমিয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
advertisement
advertisement
লিভারের জন্য ক্ষতিকরলিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ কারণে বিশেষজ্ঞরা এর বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আপনি যদি প্রতিদিন করলা বা এর রস খান তবে তা লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আসলে, করলাতে উপস্থিত লেকটিন লিভারে প্রোটিনের সঞ্চালনকে বাধা দেয়, যা লিভারের রোগের কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement