Best Age Gap For Marriage: স্বামী স্ত্রীর মধ্যে বয়সের 'ফারাক' কত হলে পারফেক্ট...? কী বলে বিজ্ঞান? চমকে দেবে 'সঠিক' উত্তর!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Best Age Gap For Marriage: সাধারণত আমাদের সমাজে দেখে শুনে বা অ্যারেঞ্জড ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ের প্রথা থাকলেও এখন তরুণ প্রজন্ম প্রেমের বা ভালোবাসার দীর্ঘদিনের সম্পর্কের পরে পরিণতি স্বরূপ বিয়ে করার প্রতি আকৃষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে চলুন আজ জেনে নেওয়া যাক বিয়ে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য।
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। বিয়ে এক পবিত্র বন্ধন যা দুটি মানুষ তথা দুটি পরিবারকে একসুতোয় গেঁথে রাখে। ভারতীয় সমাজে বিশ্বাস করা হয় যে স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু, এই একই সমাজে এমন অনেক সফল দম্পতি আছে যেখানে স্ত্রী স্বামীর চেয়ে বয়সে বড়। এমন পরিস্থিতিতে সবার মনেই প্রশ্ন থেকে যায় স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ঠিক কতটা হওয়া উচিত?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, কখনও কখনও স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান ১০ থেকে ১৫ বছরেরও হয়। বিখ্যাত অভিনেতা শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা কাপুরের মধ্যে প্রায় ১৫ বছরের ব্যবধান রয়েছে। যা চমকে দেওয়া মনে হলেও। মুম্বইয়ের এই সেলিব্রিটি দম্পতির মধ্যে দারুণ প্রেম ও ভালোবাসার কেমিস্ট্রি নিয়ে দেশে চর্চা কিছু কম নেই।