Benefits of Jaggery Tea: করোনা হোক বা দারুণ শীত, চাঙ্গা থাকুন গুড়-চায়ের চুমুকে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গুড়ের চা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে, দেখে নিন কী ভাবে বানাবেন গুড়ের চা!
একে শীত প্রায় এসেই গেল, তার উপরে এখনও করোনা বিদায় নেয়নি। এই পরিস্থিতিতে গুড়ের চা কিন্তু কোনও এনার্জি বুস্টারের থেকে কম নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিনি দিয়ে চায়ের বদলে গুড়ের চা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে (benefits of jaggery tea)। তাই দেখে নিন গুড়ের চায়ের উপকারিতা কতখানি আর কী ভাবে বানাবেন এই চা!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Gud Ki Chai recipe: এক কাপ পরিমাণ জল গরম করুন। জল ফোটার সময় পরিমাণ মতো এলাচ, মৌরি, গোলমরিচ গুঁড়ো, আদা ও চায়ের পাতা দিন। চা ফুটতে শুরু করলে দুধ দিন এবং আবার ফোটাতে শুরু করুন। এ বার চায়ে পরিমাণ মতো গুড় দিন। গুড় দেওয়ার পর, চায়ের মধ্যে যেন তা পুরোপুরি মিশে যায়, সেটা দেখুন। তার পর নামিয়ে নিন। ছেঁকে নিয়ে পরিবেশন করুন। তবে, গুড় দেওয়ার পর বেশিক্ষণ ধরে চা ফোটাবেন না। কারণ এতে চায়ের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
advertisement