Benefits of Jeera Water: সমস্যার মুশকিল আসান জিরে! উপকার জানলে আজ থেকেই খাবেন জিরের জল...
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Benefits of Jeera Water: তামা, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-এ, ভিটামিন-সি, জিঙ্ক এবং পটাশিয়ামের গুণে সমৃদ্ধ এই মশলা খুবই উপকারী। শুধু ওজন কমাতে নয়, বিভিন্ন শারীরিক সমস্যা দূর করে জিরা।
রান্নায় ব্যবহৃত অনেক মশলায় আমাদের রোজকার জীবনে সুস্থ রাখতে সাহায্য করে। তারমধ্যে অন্যতম উপকারী মশলা হল জিরা। তামা, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-এ, ভিটামিন-সি, জিঙ্ক এবং পটাশিয়ামের গুণে সমৃদ্ধ এই মশলা খুবই উপকারী। শুধু ওজন কমাতে নয়, বিভিন্ন শারীরিক সমস্যা দূর করে জিরা।
advertisement
১) বদহজম নিয়ন্ত্রণ করে: শরীরে গ্যাস জমে গিয়ে পেট ফুলে যাওয়ার ঘটনা খুবই সাধারণ। যার ফলে, পেট ফুলে শক্ত হয়ে যায় এবং পেট মধ্যে অস্বস্তি তৈরি তরে। অনেকসময় পেট ব্যথাও হয়ে থাকে। সেক্ষেত্রে রোজ সকালে জিরা জল পান করা অত্যন্ত উপকারি অভ্যাস হতে পারে।
advertisement
২) ওজন কমাতে সাহায্য করে: জিরার জল শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে। পাচনতন্ত্র ঠিক থাকলে, শরীর থেকে টক্সিন সহজেই পরিষ্কার হয়ে যায়। যার ফলে ফ্যাট খুব তাড়াতাড়ি গলে যায়। তাই নিয়মিত জিরার জল পান করলে তা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে।
advertisement
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: জিরা তামা, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-এ, ভিটামিন-সি, জিঙ্ক এবং পটাশিয়ামের উৎস। নিয়মিত জিরার জলের পান করলে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী হয়। এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি, ইমিউনিটিও বাড়াতে সাহায্য করে।
advertisement
৪) ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: ডায়াবেটিক রোগীদের জন্য খালি পেটে জিরা জল খুবই উপকারি। জিরা শরীরের ইনস্যুলিন উৎপাদনকে বাড়িয়ে তোলে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
advertisement