Belly Button Care: শরীরের সবচেয়ে 'নোংরা' অংশ, অথচ কেউ আলাদা করে যত্নই নেয় না! সুস্থ থাকতে চাইলে অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Belly Button Care Tips: গোটা শরীরের সাবান-বডি ওয়াশ মাখলেও, শরীরের এমন একটি জায়গা রয়েছে, যাকে আমরা নিতান্ত-ই অবহেলা করি! ফলে সেখানেই গিজগিজ করে ব্যাকটেরিয়া।
বলুন তো শরীরের সবচেয়ে নোংরা ও দুর্গন্ধময় অংশ কোনটা? এই অংশেই কিন্তু সবথেকে বেশি ব্যাকটেরিয়ার বাস! নির্ঘাৎ ভাবছেন, এরকম আবার হয় না কী? এত সাবান-শ্যাম্পু মেখে স্নান করেন, তাও কোন-ও অংশ নোংরা থেকে যায়, তাও আবার হয় কী করে? উত্তর হল, হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
বিজ্ঞান বলে নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত৷ নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভিতরের দিকে৷ খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে৷ আমাদের নাভি কতটা নোংরা? ২০১২ সালে PLOS One-এ প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, গবেষণায় দেখা গিয়েছে নাভিতে থাকে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া, যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বৈজ্ঞানিকদের কাছেও নতুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement