চুল না শুকিয়ে অর্থাৎ ভেজা চুলে দীর্ঘক্ষণ ঘুমনো মানে হাজার সমস্যা কাছে ডেকে আনা। কখনও কখনও এমনও হয় ভিজে চুলে বেড়িয়ে পড়া হল রাস্তায় ৷ পরিষ্কার চুলে রাস্তায় বের হলে তা চুলের জন্য খুবই ক্ষতিকারক ৷ নানারকম দূষণের কারণে হারিয়ে যায় চুলের যাবতীয় জৌলুসও ৷ তবে ক্ষতি শুধু চুলেই আটকে নেই ৷ ভিজে চুল ডেকে আনতে পারে অন্য হাজার সমস্যাও ৷ দেখে নেওয়া যাক কী কী ধরণের ক্ষতি হতে পারে এর ফলে ৷