ভিজে চুল শুকাচ্ছেন না? জানেন কতটা ক্ষতি করছেন নিজের ?

Last Updated:
তবে ক্ষতি শুধু চুলেই আটকে নেই  ৷ ভিজে চুল ডেকে আনতে পারে অন্য হাজার সমস্যাও ৷  দেখে নেওয়া যাক  কী কী ধরণের ক্ষতি হতে পারে  এর ফলে ৷
1/6
চুল না শুকিয়ে অর্থাৎ ভেজা চুলে দীর্ঘক্ষণ ঘুমনো মানে হাজার সমস্যা কাছে ডেকে আনা। যার ফলে হতে পারে ব্রন থেকে ইনফেকশনও। জেনে নিন ভেজা চুলের ফলে কি কি সমস্যা হতে পারে।
চুল না শুকিয়ে অর্থাৎ ভেজা চুলে দীর্ঘক্ষণ ঘুমনো মানে হাজার সমস্যা কাছে ডেকে আনা। যার ফলে হতে পারে ব্রন থেকে ইনফেকশনও। জেনে নিন ভেজা চুলের ফলে কি কি সমস্যা হতে পারে।
advertisement
2/6
১. ভেজা অবস্থায় চুল খুলে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে চুল ভঙ্গুর হয়ে যেতে পারে। তার কারণ, বারবার বালিশের ঘষা লাগে এই ভেজা চুল। এর ফলে চুল ভঙ্গুর জাতীয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১. ভেজা অবস্থায় চুল খুলে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে চুল ভঙ্গুর হয়ে যেতে পারে। তার কারণ, বারবার বালিশের ঘষা লাগে এই ভেজা চুল। এর ফলে চুল ভঙ্গুর জাতীয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
3/6
 ২. চুল ভাল করে না শুকোলে, ভেজা অবস্থায় শুয়ে পড়লে চুলে গোড়ার অংশ ভিজেই থেকে যায়। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। তার ফলে বাড়তে পারে চুল পড়ার পরিমাণ।
২. চুল ভাল করে না শুকোলে, ভেজা অবস্থায় শুয়ে পড়লে চুলে গোড়ার অংশ ভিজেই থেকে যায়। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। তার ফলে বাড়তে পারে চুল পড়ার পরিমাণ।
advertisement
4/6
৩. ভেজা চুল মানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশনের বাসা। শরীরের উষ্ণতা ও মাথার আর্দ্রতায় এই সমস্ত ব্যাকটেরিয়া বংশবিস্তার করে। এর থেকে হতে পারে ইনফেকশনও।
৩. ভেজা চুল মানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশনের বাসা। শরীরের উষ্ণতা ও মাথার আর্দ্রতায় এই সমস্ত ব্যাকটেরিয়া বংশবিস্তার করে। এর থেকে হতে পারে ইনফেকশনও।
advertisement
5/6
 ৪. ভেজা চুলে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকলে সেখান থেকে দেখা দিতে পারে খুশকিও। এই খুশকির থেকে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম ব্রনর সমস্যা।
৪. ভেজা চুলে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকলে সেখান থেকে দেখা দিতে পারে খুশকিও। এই খুশকির থেকে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম ব্রনর সমস্যা।
advertisement
6/6
৫. ভেজা চুলে দীর্ঘক্ষণ থাকলে মাথায় জল বসে যায়। যার ফলে ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে। এর থেকে অনেক সময় জ্বরও হতে পারে।
৫. ভেজা চুলে দীর্ঘক্ষণ থাকলে মাথায় জল বসে যায়। যার ফলে ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে। এর থেকে অনেক সময় জ্বরও হতে পারে।
advertisement
advertisement
advertisement