ব্রণ থেকে কালচে ছোপ...ত্বকের যে কোনও সমস্যা মেটাবে ডিম ! জেনে নিন কীভাবে--
Last Updated:
advertisement
advertisement
ব্ল্যাকহেডস দূর করতে: সবুজ, শুকনো মটর ধুয়ে, শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। একদম মিহি পাউডার করবেন না। এই গুঁড়ো ২ চামচ, ৪ চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মুখে বেশ মোটা করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে উপর থেকে ডিমের সাদা অংশ থুপে থুপে লাগিয়ে প্যাক নরম করুন। ৭ মিনিট স্ক্রাব করার পর ধুয়ে নিন। Photo Source: Collected
advertisement
advertisement
শুষ্ক ত্বক ও বলিরেখা কমাতে: ২টো ডিমের কুসুম, ২ চা চামচ সয়াক্রিম, ২ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। ব্রাশ দিয়ে মুখ, গলা ও দু'হাতে লাগান। যেহুতু এটা লুজ প্যাক, তাই প্রতি ৫ মিনিট অন্তর পরতের পর পরত দেওয়ার মতো করে লাগাতে থাকবেন। ৩-৪ পরত দিতে হবে। শেষ পরতের পর ১০ মিনিট অপেক্ষা করুন। এর উপর দুধ ও ময়দার মিশ্রণ লাগিয়ে সামান্য স্ক্রাব করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। Photo Source: Collected