ব্রণ থেকে কালচে ছোপ...ত্বকের যে কোনও সমস্যা মেটাবে ডিম ! জেনে নিন কীভাবে--

Last Updated:
1/5
ডিম ছাড়া বঙ্গজীবন অসম্পূণ! সেদ্ধ হোক কী ডালনা, পোচ হোক কী অমলেট...ডিম অল টাইম হিট! তবে, শুধু খেয়েই যে তৃপ্তি মেলে তাই নয়, ডিমের রয়েছে আরও হাজারটা গুণ! জানেন কি, ত্বক মসৃণ, ঝকঝকে, টানটান রাখতে, ত্বকের নানা সমস্যার মোকাবিলা করতে ডিমের কোনও বিকল্প নেই-- Photo Source: Collected
ডিম ছাড়া বঙ্গজীবন অসম্পূণ! সেদ্ধ হোক কী ডালনা, পোচ হোক কী অমলেট...ডিম অল টাইম হিট! তবে, শুধু খেয়েই যে তৃপ্তি মেলে তাই নয়, ডিমের রয়েছে আরও হাজারটা গুণ! জানেন কি, ত্বক মসৃণ, ঝকঝকে, টানটান রাখতে, ত্বকের নানা সমস্যার মোকাবিলা করতে ডিমের কোনও বিকল্প নেই-- Photo Source: Collected
advertisement
2/5
 তৈলাক্ত ত্বকের জন্য: ডিমের সাদা অংশের সঙ্গে সমপরিমাণ গোলাপজল ও প্রয়োজনমতো কেওলিন পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন লাগান। প্রয়োজনে রোজ ব্যবহার করতে পারেন। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। Photo Source: Collected
তৈলাক্ত ত্বকের জন্য: ডিমের সাদা অংশের সঙ্গে সমপরিমাণ গোলাপজল ও প্রয়োজনমতো কেওলিন পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন লাগান। প্রয়োজনে রোজ ব্যবহার করতে পারেন। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। Photo Source: Collected
advertisement
3/5
ব্ল্যাকহেডস দূর করতে: সবুজ, শুকনো মটর ধুয়ে, শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। একদম মিহি পাউডার করবেন না। এই গুঁড়ো ২ চামচ, ৪ চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মুখে বেশ মোটা করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে উপর থেকে ডিমের সাদা অংশ থুপে থুপে লাগিয়ে প্যাক নরম করুন। ৭ মিনিট স্ক্রাব করার পর ধুয়ে নিন।  Photo Source: Collected
ব্ল্যাকহেডস দূর করতে: সবুজ, শুকনো মটর ধুয়ে, শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। একদম মিহি পাউডার করবেন না। এই গুঁড়ো ২ চামচ, ৪ চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মুখে বেশ মোটা করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে উপর থেকে ডিমের সাদা অংশ থুপে থুপে লাগিয়ে প্যাক নরম করুন। ৭ মিনিট স্ক্রাব করার পর ধুয়ে নিন। Photo Source: Collected
advertisement
4/5
ব্রণ: ডিমের সাদা অংশ দিয়ে তৈরি ফোম ৬ চামচ, ভাল করে ধুয়ে নেওয়া একমুঠো নিম ও তুলসীপাতাবাটা একসঙ্গে বেটে সারামুখে লাগান। আধঘণ্টা পরে ধুয়ে ফেলুন। প্রথমে নিয়মিত, তারপর সমস্যা কমে গেলে সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।  Photo Source: Collected
ব্রণ: ডিমের সাদা অংশ দিয়ে তৈরি ফোম ৬ চামচ, ভাল করে ধুয়ে নেওয়া একমুঠো নিম ও তুলসীপাতাবাটা একসঙ্গে বেটে সারামুখে লাগান। আধঘণ্টা পরে ধুয়ে ফেলুন। প্রথমে নিয়মিত, তারপর সমস্যা কমে গেলে সপ্তাহে তিনদিন ব্যবহার করুন। Photo Source: Collected
advertisement
5/5
শুষ্ক ত্বক ও বলিরেখা কমাতে: ২টো ডিমের কুসুম, ২ চা চামচ সয়াক্রিম, ২ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। ব্রাশ দিয়ে মুখ, গলা ও দু'হাতে লাগান। যেহুতু এটা লুজ প্যাক, তাই প্রতি ৫ মিনিট অন্তর পরতের পর পরত দেওয়ার মতো করে লাগাতে থাকবেন। ৩-৪ পরত দিতে হবে। শেষ পরতের পর ১০ মিনিট অপেক্ষা করুন। এর উপর দুধ ও ময়দার মিশ্রণ  লাগিয়ে সামান্য স্ক্রাব করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।   Photo Source: Collected
শুষ্ক ত্বক ও বলিরেখা কমাতে: ২টো ডিমের কুসুম, ২ চা চামচ সয়াক্রিম, ২ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। ব্রাশ দিয়ে মুখ, গলা ও দু'হাতে লাগান। যেহুতু এটা লুজ প্যাক, তাই প্রতি ৫ মিনিট অন্তর পরতের পর পরত দেওয়ার মতো করে লাগাতে থাকবেন। ৩-৪ পরত দিতে হবে। শেষ পরতের পর ১০ মিনিট অপেক্ষা করুন। এর উপর দুধ ও ময়দার মিশ্রণ লাগিয়ে সামান্য স্ক্রাব করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement