Coffee In Skincare: শুধু সুস্বাদু পানীয়ই নয়, ত্বকের সমস্যাতেও দুর্দান্ত কাজে দেয় কফি, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
ত্বকের সুরক্ষায় এবং নানা সমস্যার সমাধানে দারুণ কাজ দেয় কফি। ডার্ক সার্কল থেকে অ্যাকনে, কফি কাজ করে জাদুর মতো (Coffee In Skincare)।
advertisement
১) ডার্ক সার্কেল দূর করে কফির মধ্যে আছে ক্যাফেইন যা রক্তজালিকার মধ্যে রক্ত চলাচল দ্রুত করে এবং ডার্ক সার্কল দূর করে। এর মধ্যে যে ব্লিচিং উপাদান আছে সেটি ত্বকের কালচে ভাব দূর করে। এক টেবিল চামচ কফি, এক চা চামচ মধু আর কয়েক ফোঁটা ভিটামিন E অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement
৪) ত্বক উজ্জ্বল করে ১/৪ কাপ কফি এবং তিন টেবিল চামচ অ্যালো ভেরা জেল নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি একটি স্ক্রাব হিসাবে মুখে এবং শরীরে ব্যবহার করা যায়। খুব হালকা ভাবে এই স্ক্রাব ঘষে মিনিট দশেক রাখার পর ধুয়ে ফেলতে হবে। হাল্কা করে স্ক্রাব করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, পরিণামে ত্বকের স্বাস্থ্য ফিরে আসবে ও ত্বক উজ্জ্বল হবে।