Mint In Skincare: ত্বকে ঔজ্জ্বল্য ফেরানো-ডার্ক সার্কল দূর, পুদিনায় আছে আরও অনেক গুণ!
- Published by:Raima Chakraborty
Last Updated:
এই পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বক পরিষ্কার রাখে, একই সঙ্গে আদর্শ টোনার ও ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে (Mint In Skincare)।
ফেসওয়াশ হোক, ময়েশ্চারাইজার হোক বা লোশন, এই সব প্রসাধনীর মধ্যে মিন্ট বা পুদিনা মেশালে কাজ দেয় ঢের বেশি। তার কারণ হল পুদিনার পাতায় এমন কিছু উপাদান আছে যা ত্বকের স্বাস্থ্যরক্ষা করে। এই পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বক পরিষ্কার রাখে, একই সঙ্গে আদর্শ টোনার ও ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। পুদিনা পাতার এরকম আরও অনেক অজানা গুণের তালিকা রইল আপনাদের জন্য।
advertisement
অ্যাকনে দূর করে পুদিনা পাতায় আছে স্যালিসাইক্লিক অ্যাসিড ও ভিটামিন A। এই দু'টো উপাদানই ত্বকের সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের অ্যাকনেও বেশি হয়। পুদিনার জীবাণুনাশক ও প্রদাহ নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য এই পাতা বেটে ১৫ মিনিট অ্যাকনেতে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। এতে অ্যাকনে কমবে এবং ত্বকের ছিদ্রও পরিষ্কার থাকবে।
advertisement
advertisement
ত্বকের আর্দ্রতা যোগায় ও টোনার হিসাবে কাজ করে পুদিনা পাতা হল প্রাকৃতিক অ্যাসট্রিনজেন্ট যা ত্বকের টোনার হিসাবে কাজ করে। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বকে আর্দ্রতা যোগায়। ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পুদিনা বলিরেখাও নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে পুদিনা পাতা বেটে মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
advertisement