advertisement
চুল গ্লোবাল কালার বা হাইলাইট করার পর প্রথম বার শ্যাম্পু করার আগে অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করুন । এই সময়ের মধ্যে আমাদের চুলের কিউটিকল বুজে যায় । যার ফলে রং ধরে ভাল । এরপরেও রং করা চুলে দুবার শ্যাম্পু করার মাঝে অন্তত ৩ দিনের পার্থক্য যেন থাকে । ঘনঘন শ্যাম্পু করলে চুলের রং যেমন উঠে যায়, তেমনই শ্যাম্পু চুলের গোড়ার তৈলাক্ত ভাব শুষে নেয় । ফলে চুল রুক্ষ হয়ে যায় ।
advertisement
রং করা চুলের জন্য বিশেষ শ্যাম্পু পাওয়া যায় । শ্যাম্পু কেনার সময় দেখে নিন 'ফর কালার্ড হেয়ার' লেখা রয়েছে কিনা, অথবা সালফার-ফ্রি শ্যাম্পু বেছে নিন । চুল ধোওয়ার সময়ও ফিল্টার্ড জল ব্যবহার করা ভাল । জলের ক্লোরিন ও মিনারেল চুলের রং হালকা করে দেয় । গরম জলে চুল ধোওয়া এড়য়ে চলুন । গরম জল চুলের গোড়ার কিউটিকল খুলে দেয় । ফলে চুল আর্দ্রতা হারায় ও রং উঠে যায় ।
advertisement
advertisement
advertisement