ত্বকে বয়সের ছাপ পড়তে দেবেন না ! রইল ঘরোয়া পদ্ধতিতে মুক্তির উপায়

Last Updated:
ত্বককে তাজা রাখতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা !
1/4
বয়স তো হবেই। তাকে তো আর আটকানো যাবে না। কিন্তু মুখে বয়সের ছাপ পড়া আটকানো যেতেই পারে। তাও আপনার হাতের কাছের সামগ্রী দিয়েই। photo source collected
বয়স তো হবেই। তাকে তো আর আটকানো যাবে না। কিন্তু মুখে বয়সের ছাপ পড়া আটকানো যেতেই পারে। তাও আপনার হাতের কাছের সামগ্রী দিয়েই। photo source collected
2/4
শুষ্ক ত্বকের জন্য ডিমের কুসুমের সঙ্গে মধু, টকদই, আমন্ড অয়েল, মিশিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। এতে ত্বক হবে টানটান। photo source collected
শুষ্ক ত্বকের জন্য ডিমের কুসুমের সঙ্গে মধু, টকদই, আমন্ড অয়েল, মিশিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। এতে ত্বক হবে টানটান। photo source collected
3/4
তৈলাক্ত ত্বকের জন্য গাজরের রস, মুসুর ডাল বাটা ও মধু-পেস্ট বানিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। photo source collected
তৈলাক্ত ত্বকের জন্য গাজরের রস, মুসুর ডাল বাটা ও মধু-পেস্ট বানিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। photo source collected
4/4
গাজর, মধু ও ডালে থাকা ভিটামিন এ ও সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বলিরেখা দূর করে আপনাকে দেবে দাগ মুক্ত ত্বক। photo source collected
গাজর, মধু ও ডালে থাকা ভিটামিন এ ও সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বলিরেখা দূর করে আপনাকে দেবে দাগ মুক্ত ত্বক। photo source collected