মাত্র ১৫ মিনিটে দূর করুন ত্বকের কালচে ভাব ! বাড়িতেই বানিয়ে ফেলুন এই ফেস প্যাক !

Last Updated:
সপ্তাহে কম করে তিন বার ব্যবহার করুন এই প্যাক।
1/5
করোনা আবহে বিউটিপার্লার যাওয়া প্রায় মুশকিল হয়ে উঠেছে। তবে চিন্তা কিসের বাড়িতেও নেওয়া যেতে পারে সঠিক যত্ন। মাত্র ১৫ মিনিটে ঘরে বসেই দূর করতে পারেন ত্বকের কালচে ভাব। পেতে পারেন ঝকঝকে, পরিস্কার ত্বক। photo source collected
করোনা আবহে বিউটিপার্লার যাওয়া প্রায় মুশকিল হয়ে উঠেছে। তবে চিন্তা কিসের বাড়িতেও নেওয়া যেতে পারে সঠিক যত্ন। মাত্র ১৫ মিনিটে ঘরে বসেই দূর করতে পারেন ত্বকের কালচে ভাব। পেতে পারেন ঝকঝকে, পরিস্কার ত্বক। photo source collected
advertisement
2/5
এর জন্য দরকার মুলতানি মাটি, একটা আস্ত পাতি লেবু ও এক চা চামচ হলুদগুঁড়ো। photo source collected
এর জন্য দরকার মুলতানি মাটি, একটা আস্ত পাতি লেবু ও এক চা চামচ হলুদগুঁড়ো। photo source collected
advertisement
3/5
এবার একটি পাত্রে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিন। হলুদগুঁড়ো নিন। এবার লেবুর রস ভাল করে মেশান। একটা পেস্ট তৈরি করুন। photo source collected
এবার একটি পাত্রে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিন। হলুদগুঁড়ো নিন। এবার লেবুর রস ভাল করে মেশান। একটা পেস্ট তৈরি করুন। photo source collected
advertisement
4/5
এর পর ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। তারপর প্যাকটা লাগিয়ে নিন গোটা মুখ ও গলায়।photo source collected
এর পর ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। তারপর প্যাকটা লাগিয়ে নিন গোটা মুখ ও গলায়।photo source collected
advertisement
5/5
এভাবে ১৫ মিনিট রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। প্রথমবারের তফাত নজরে আসবে। এভাবে সপ্তাহে কম করে তিন বার ব্যবহার করুন এই প্যাক। photo source collected
এভাবে ১৫ মিনিট রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। প্রথমবারের তফাত নজরে আসবে। এভাবে সপ্তাহে কম করে তিন বার ব্যবহার করুন এই প্যাক। photo source collected
advertisement
advertisement
advertisement