1/ 5


করোনা আবহে বিউটিপার্লার যাওয়া প্রায় মুশকিল হয়ে উঠেছে। তবে চিন্তা কিসের বাড়িতেও নেওয়া যেতে পারে সঠিক যত্ন। মাত্র ১৫ মিনিটে ঘরে বসেই দূর করতে পারেন ত্বকের কালচে ভাব। পেতে পারেন ঝকঝকে, পরিস্কার ত্বক। photo source collected
3/ 5


এবার একটি পাত্রে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিন। হলুদগুঁড়ো নিন। এবার লেবুর রস ভাল করে মেশান। একটা পেস্ট তৈরি করুন। photo source collected
4/ 5


এর পর ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। তারপর প্যাকটা লাগিয়ে নিন গোটা মুখ ও গলায়।photo source collected